X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খুলনায় নতুন দুই ধানের বাম্পার ফলন

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৮:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৩

খুলনায় ব্রি-ধানের বাম্পার ফলন

খুলনার ডুমুরিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমে নতুন জাতের দুই ধানের বাম্পার ফলন হয়েছে। মাঠ পর্যায়ে ব্রি-ধান-৬৩ বা সরু বালাম এবং ব্রি-ধান-৫৮ নামে নতুন উচ্চফলনশীল দুটি আধুনিক জাতের ধান চাষ করা হয়। আগামী সপ্তাহে ধান কাটার কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষকরা।

উপজেলার মেছাঘোনা গ্রামের পাশে কার্তিকডাঙ্গা বিলে এই দুই জাতের ধান চাষ করা হয়েছে।

ব্রি-ধান-৬৩ জানের ধান থেকে বোরো মৌসুমে প্রিমিয়াম কোয়ালিটির (উচ্চমানের)  চাল পাওয়া যাবে, যা বিদেশে রফতানি করা যাবে। এ জাতটির চাল সরু এবং গুণাগুণ বালাম চালের মতো বলে জাতটি সরু বালাম নামে পরিচিত। জাতটি অধিক ফলনশীল। চালের আকার আকৃতি পাকিস্তানি বাসমতির মতো লম্বা ও চিকন।

চালে অ্যামাইলোজ ২৫ শতাংশ, প্রোটিন আছে ৮ দশমিক ২ শতাংশ। এছাড়া এক হাজারটি পুষ্ট ধানের ওজন প্রায় ২২ দশমিক ১ গ্রাম। এ জাতের পাতা খাড়া ও লম্বা, শীষ পাতার ভেতরেই নুয়ে যায়। তাই এ ধান দেখতে খুব আকর্ষণীয় হয় এবং ধান পাকলেও দূর থেকে দেখলে মনে হয় ধানক্ষেত সবুজ।

এ ছাড়া ব্রি-ধান-৫৮ উচ্চ ফলনশীল, চাল মাঝারি লম্বা, ভাত ঝরঝরে। এ জাত দুটির হেক্টর প্রতি ফলন ৭ থেকে সাড়ে ৭ টন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান তমাল লতা আদিত্য বলেন, বোরো মৌসুমে চাষাবাদের জন্য জাত ২টি উত্তম জাত এবং এর মধ্যে ব্রি-ধান-৬৩ বা সরু বালাম  বিদেশে রফতানিযোগ্য। এ ধানটির অন্যতম বৈশিষ্ট্য হলো শীষ থেকে ধান ঝরে পড়ে না। রান্নার পর ভাত লম্বায় বাড়ে। এ ধানটি ব্রি ধান ২৮ এর মত একই পরিচর্যায় করা যাবে। এই ধান চাষ করে কৃষক অধিক লাভবান হবে।

-

২০১০ সালে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের পাশে কার্তিকডাঙ্গা বিলের যে জমিতে প্রথম ব্রি ধান-৫০ (বাংলামতি) লাগিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়, সে ক্ষেতেই লাগানো হয়েছে এই নতুন জাত দুটি। এ নতুন ধানের জাত দুটি চাষেরও উদ্যোক্তা খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান।

তিনি বলেন, ব্রি-ধান-৬৩ সরু বালাম ব্যাপক জনপ্রিয়তা পাবে এবং আগামী ৫-৬ বছরের মধ্যে মিনিকেট এবং ব্রি-ধান ২৮ জাতের চালের বাজার দখল করবে। আর ব্রি-ধান-৫৮ মাঝারি চিকন এবং এর ফলন ভালো। ভাত ঝরঝরে হওয়ায় তা বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মধ্যে জনপ্রিয়তা পাবে।

টিপনা গ্রামের কৃষক আকতার হোসেন বলেন, নতুন জাতের এ ধান দুটোর ভালো ফলন দেখে আশপাশের গ্রাম থেকে প্রতিদিনই লোক আসছে দেখতে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না