X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ কর্মী নিহত

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২০:২১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৫

বগুড়ার সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে খাস বিলের জমির ধানকাটা নিয়ে বিরোধ ও ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিটন মিয়া (২৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। ওই গ্রামের বিজয়ী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ওই কর্মী শনিবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। 

আহতদের ক’জন হলেন মিঠু (২২), সাহেব আলী (৩৪), ঠান্ডা মিয়া (৩৫), মিনহাজুল (২৮), আছমা বেগম (২৮), তরিকুল ইসলাম (২৬), মোমেনা বেগম (২৬), আজাদ (২২), জবেদ আলী (৪৫), টুকু মিয়া (৪৫), শায়েন আলী প্রামানিক (৫৫), জয়নাল শাহ (৫০), ছমির উদ্দিন (৫০)। তাদের শজিমেক ও সোনাতলাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাপুলিশ জানায়, সোনাতলা উপজেলার পাঠানপাড়া গ্রামে পাল বাইশা খাস বিলের জমির মালিকানা নিয়ে ব্যাপারী ও মিয়া পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিভিন্ন সময় তাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে সোনাতলা উপজেলার ছয় ইউনিয়নে ভোট হয়। দিগদাইড় ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদে ব্যাপারী পক্ষ থেকে মোজা আকন্দের ছেলে সেলিম হোসেন এবং মিয়া পক্ষ থেকে মৃত আজগর আলীর ছেলে আবদুস সামাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মিয়া পক্ষের সামাদ জয়লাভ করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শনিবার সকাল ১০টার দিকে বিজয়ী সদস্য সামাদ ও তার লোকজন পাল বাইশা বিলের জমিতে থাকা সেলিমের লাগানো কাঁচা ধান কাটতে শুরু করেন। তখন পরাজিত সদস্য সেলিম ও তার লোকজন বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রে সজ্জিত দু’পক্ষের লোকজন দুপুর পর্যন্ত দু’দফা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। ওই সময় বাড়িঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্যর্থ হলে ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে বগুড়া থেকে সিনিয়র এএসপি (এ সার্কেল) সাব্বির আহম্মেদ সরফরাজের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ গ্রামে অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

সহিংসতা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান শনিবার বেলা ১টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত পাঠানপাড়া গ্রামে ১৪৪ ধারা জারি করেন।

আহতদের মধ্যে দিগদাইড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের জিন্নাত আলী আকন্দের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সদস্য লিটন মিয়া শনিবার রাত ১২টার দিকে শজিমেক হাসপাতালে মারা যান।

সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব জানান, সংঘর্ষের ঘটনায় ব্যাপারী পক্ষের লিটন নামে একজন মারা গেছেন। আহত কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সকাল ১০টায় ১৪৪ ধারা উঠে গেছে।

ওসি আরও জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে তিনি দাবি করেন, এটি নির্বাচন পরবর্তী সহিংসতা নয়; বিলের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়