Vision  ad on bangla Tribune

বগুড়ার শেরপুরে বোমা বিস্ফোরণ, নিহত ২

বগুড়া প্রতিনিধি০০:২৩, এপ্রিল ০৪, ২০১৬

বোমা-বিস্ফোরণবগুড়ার শেরপুরের গাড়ীদহ জওয়ানপুর গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে। শেরপুর থানার ওসি খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনার পর পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে বলে জানা গেছে। নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে, বোমা তৈরির সময় বাড়িটিতে এ বিস্ফোরণ ঘটতে পারে। এলাকাবাসীর ধারণা, ‘জঙ্গিরা’ ওই বাসায় ভাড়া নিয়ে বোমা তৈরিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ওসি জানান, গাড়ীদহ জওয়ানপুর গ্রামে জনৈক মাহবুব রহমানের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। বাসাটি তিনি ভাড়া দিয়েছিলেন। কারা সেখানে থাকে তা জানা যায়নি। সংকটজনক অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
বগুড়া সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, বিস্ফোরণে নিহত একজনের দুই হাত ও বাম পা উড়ে গেছে।

/এনএস/এইচকে/

লাইভ

টপ