behind the news
 
Vision  ad on bangla Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি০২:০২, এপ্রিল ০৪, ২০১৬

সড়ক দুর্ঘটনাব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে মনির হোসেন (২৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এসময় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের পশ্চিম কুট্টাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সরাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রামপ্রসাদ ঘোষ।
নিহত মনির হোসেন টাঙ্গাইল সদরের আউলটিয়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
এসআই  জানান, দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি আশুগঞ্জের থেকে জেলা সদরে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।  দুর্ঘটনায় মনির গুরুতর আহত হলে সংকটজনক অবস্থায় তকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাসটির আহত দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এনএস/এইচকে/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ