behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

দ্বিতীয় দফা ইউপি নির্বাচন: নীলফামারীতে বিএনপির ভরাডুবি

নীলফামারী প্রতিনিধি০৯:৫৭, এপ্রিল ০৪, ২০১৬

নীলফামারী

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের ৫টি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বিএনপির  নেতাকর্মীরা মাঠে নামতে না পারায় এমন ফলাফল হয়েছে বলে মনে করছেন দলের নেতারা।

তবে দ্বিতীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা স্বীকার করেছেন।

প্রতিদ্বন্দ্বিতায় একটি ইউনিয়নে বিএনপি প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকলেও অন্য ৪টির একটিতে তৃতীয় ও তিনটিতে সর্বশেষ অবস্থানে ছিলেন।

নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক বলেন, মামলা-মোকদ্দার কারণে বিএনপির অনেক নেতাকর্মীরা জেলে আছেন। আবার অনেকে ভয়ে নির্বাচনি মাঠে নামতে পারেনি। এ কারণে নির্বাচনি ফলাফল এমনটাই হয়েছে।

বিএনপির সাধারণ সম্পাদক মো. সামসুজ্জামান জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচনের আগে আমাদের ভোটারদের হুমকি ধমকি দেওয়া হয়েছিল বলে শুনেছি, তবে এর কোনও সত্যতা এখনও পাইনি।’

 

/এসটি/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ