behind the news
Vision  ad on bangla Tribune

মানিকগঞ্জে তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি১৩:৪৯, এপ্রিল ০৪, ২০১৬

তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। 
সোমবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লাভলী মীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলাম আরজু,  ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এম আর লিটন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী মাস্টার, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উদীচী সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন। 
মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর, উদীচী, কৃষক সমিতি, সিপিবি অংশ নেয়। 
এসময় বক্তারা বলেন, তনু হত্যার ঘটনা এখনও রহস্যজনক। এই রহস্যের জাল ভেঙে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ার দেন।

/এসটি/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ