Vision  ad on bangla Tribune

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মৌলভীবাজার প্রতিনিধি২২:৪৫, এপ্রিল ০৪, ২০১৬

মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনামৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় সাতগাঁও স্টেশন চৌমুহনার পেট্রোলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও ৩ জন আহত হয়েছেন। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  
নিহতের নাম মাহবুবুর রহমান বাকী (২০)।সোমবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এর আগের দিন রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মোককান্দি গ্রামের নুর মিয়ার ছেলে।
আহতরা হলেন জুয়েল মিয়া(২৭), আব্দুস শহীদ(৪০), সুমিত তাঁতী(৩৫)। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল ফায়ার স্টেশন এর মাস্টার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সন্ধ্যা দিকে ঘটনাস্থলে পৌঁছে। উপ-পরিদর্শক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

/এইচকে/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ