Vision  ad on bangla Tribune

ঝালকাঠিতে সাঁকো তৈরি করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি২৩:২৯, এপ্রিল ০৪, ২০১৬

ঝালকাঠিঝালকাঠির রাজাপুরের পূর্ব বাদুরতলা গ্রামে সাঁকো তৈরির সময় গাছের ডালের আঘাতে শামিম হোসেন হাওলাদার (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যায়।
এর আগে রবিবার (৩ এপ্রিল) দুপুরে সে বাড়ির পাশেই একটি খালের উপর সাঁকো তৈরিতে স্থানীয়দের সহযোগিতা করতে গিয়ে মাথায় গাছের ডালের আঘাতে গুরুতর আহত হয় উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শামিম। সে পূর্ব বাদুরতলা গ্রামের কৃষক আ. করিম হাওলাদারের ছেলে।  
শামিমের বাবা আ. করিম বাংলা ট্রিবিউনকে জানান, তাদের বাড়ির পাশের রাস্তার মধ্যে একটি বাঁশ ও গাছের ভাঙা সাঁকো রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা এ সাঁকো ধরে যাতায়াত করেন। সাঁকোটি স্থানীয় ইউপি সদস্য মজিবর রাস্তার একটি সরকারি শিশু গাছ কেটে গাছের কাঠ দিয়ে পুনরায় তৈরি করার উদ্যোগ নেন। সাঁকো সংস্কারের সময় স্কুলছাত্র শামীমও সহযোগিতায় ছিল। গাছটি সাঁকোর বাঁশের ওপর ওঠালে হঠাৎ হাত ফসকে গিয়ে তা শামিমের মাথায় লাগে।

জ্ঞানহীন অবস্থায় তাকে উদ্ধার প্রথমে রাজাপুর ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

/এইচকে/

লাইভ

টপ