X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যানের বাড়িতে ডিজিটাল সেন্টারের সরঞ্জামাদি!

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৩

ডিজিটাল সেন্টার

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার প্রত্যেক উপজেলায় ডিজিটাল সেন্টার করে দিয়েছে। কিন্তু বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে ডিজিটাল সেন্টারটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। কারণ ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন সেন্টারের সব সরঞ্জামাদি বাড়ি নিয়ে গেছেন।

এতে করে জনগণ তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। এ সমস্যা নিরসনে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন কাউকে না জানিয়ে একটি ডেক্সটপ কম্পিউটার সেট, কালার প্রিন্টার, মডেম, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ থেকে থেকে দেওয়া ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ, একটি আইপিএস, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি মনিটর, একটি নেবুলাইজার সেটসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বাড়িতে নিয়ে যান। সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান ওইসব সরঞ্জামাদি ফেরত আনতে চেয়ারম্যানকে মৌখিকভাবে অনুরোধ করেন। কিন্তু চেয়ারম্যান এসব ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকেন।

এদিকে, ডিজিটাল সেন্টার বন্ধ থাকায় ইউনিয়নবাসীরা ইন্টারনেটভিত্তিক সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্ম-মৃত্যু সনদপত্রসহ অন্যান্য নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্য কোথাও থেকে সনদপত্র আনলেও চেয়ারম্যান তাতে স্বাক্ষর করেন না। কাজ না থাকায় নারী ও পুরুষ উদ্যোক্তা পরিষদের এসে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান একজন আইন অমান্যকারী। তাকে নোটিশ করা হলেও আমলে নিচ্ছেন না। ২-৩ দিনের মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যানের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!