X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হিন্দু ধর্মাবলম্বীদের মহাবারুণী স্নানোৎসব অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ এপ্রিল ২০১৬, ১৯:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৯:২৬

গোপালগঞ্জ, মানিকগঞ্জ, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মহাবারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ মহাবারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কমপক্ষে ১০ লাখ পুণ্যার্থী দুশ’ বছরের ঐতিহ্যবাহী এ স্নানোৎসবে অংশ নেন।

গোপালগঞ্জে স্নানোৎসবে পূণ্যার্থীদের ঢল

এদিকে, স্নানোৎসবকে কেন্দ্র করে ওড়াকান্দিতে মঙ্গলবার থেকে পাঁচ দিনব্যাপী মহাবারুণী মেলা শুরু হয়েছে।

পুণ্য ব্রক্ষ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৫ তম জন্ম তিথি উপলক্ষে সোমবার মধ্যরাতে গদীনশীল ঠাকুর, মতুয়াচার্য শচিপতি ঠাকুর ও পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে স্নানোৎসবের শুভ সূচনা করেন। এরপর পাঁচ কুড়ির দল স্নানে অংশ নেয়। তারপর থেকে চলতে থাকে স্নানোৎসবের পালা। মঙ্গলবার দিনব্যাপী চলে স্নানোৎসব।

গোপালগঞ্জে স্ননোৎসব

দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম  ও ত্রিপুরা থেকে পূণ্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শংখ, কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে স্নানোৎসবে অংশগ্রহণ করেন।  সারা দিন বিভিন্ন বয়সের নারী, পুরুষ পাপ মুক্তি ও পাপ মোচনের আশায় স্নান সেরে মন্দিরে প্রণাম করে  সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঠাকুরের কৃপা লাভের জন্য প্রার্থনা এবং কৃত্য পালন করেন।  

মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী বারুণী স্নান মঙ্গলবার আরিচা ঘাটের কাছে যমুনা পাড়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের অসংখ্য পূণ্যার্থী ভক্ত অনুষ্ঠান ও মেলায় উপস্থিত হয়। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তার মধ্যে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।

শিবালয় বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন জানান, প্রায় আড়াইশ’ বছর যাবত পালিত হয়ে আসা বারুণী স্নান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মেলায় নাগরদোলা, পুতুলনাচ, গ্রামীণ বিনোদনমূলক খেলাধুলা ও তৈজসপত্র বিক্রির জন্য বহু দোকান-পাট গড়ে উঠেছে।

পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোট, রামকৃষ্ণ মিশন, ইসকনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিরা মেলা আয়োজনে সহযোগিতা করছে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় পঞ্চগড়ে করতোয়া নদীর উত্তর মুখে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের ৩ দিন ব্যাপী বারুণী স্নান।

সূর্যোদয়ের পর থেকেই জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারি করতোয়া নদীতে এই স্নানোৎসব শুরু হয়। প্রতি বছর স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুনী স্নানোৎসব আয়োজন করেন।

সনাতন হিন্দু ধর্মালম্বী স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পূজা অর্চনা করে থাকেন।

এখানে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন বয়সী হাজার হাজার ধর্মালম্বী স্নান ও পূজা অর্চনা করেন।

স্নান উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে সপ্তাহ ব্যাপী বারুণী মেলা। পূণ্যার্থী ও দর্শনার্থীরা এ মেলা থেকে গৃহস্থালী কাজে ব্যবহৃত নানান সামগ্রী ক্রয় করে থাকেন। নাগরদোলা, মোটরসাইকেল খেলাসহ বিভিন্ন বিনোদনেরও আয়োজন করা হয়েছে।

ঐতিহ্যবাহী বারুনী স্নান চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

 /বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!