behind the news
Vision  ad on bangla Tribune

সিলেটে বজ্রাঘাতে একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি১৯:১৯, এপ্রিল ০৫, ২০১৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলসে বোরো ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রহমান (২০) নামে একজনের মৃত্যু হয়েছে।  তিনি ছাতক পৌর শহরের বউলা গ্রামের মিছির আলীর পুত্র।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বজ্রাঘাত

জানা যায়, সকালে আব্দুর রহমান ইছাকলস হাওরে বোরো ধান কাটতে মাঠে যান। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বলেন, ইছাকলস পুকরিয়া গ্রুপ ফিশারিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

/এসএনএইচ/টিএন/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ