behind the news
 
Vision  ad on bangla Tribune

সড়ক দুর্ঘটনায় রেলওয়ে স্টেশন মাস্টার নিহত

জয়পুরহাট প্রতিনিধি১৯:৩৬, এপ্রিল ০৫, ২০১৬

জয়পুরহাটজয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের পাঁচবিবি উপজেলার নওদা নামক স্থানে ভটভটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আবু সুফিয়ান (৪০)নিহত হয়েছেন। তার বাড়ি পাঁচবিবি পৌর এলাকার টিএন্ডটিপাড়া মহল্লায়। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,আবু সুফিয়ান দিনাজপুর জেলার বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টারের দায়িত্ব শেষ করে মোটরসাইকেল করে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জয়পুরহাট-হিলি হাকিমপুর সড়কের নওদা নামক স্থানে ভটভটির সঙ্গে তার ধাক্কা লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সেখান থেকে সুফিয়ানকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত আবু সুফিয়ান দিনাজপুরের বিরামপুর রেলওয়েতে কর্মরত ছিলেন। এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এআর/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ