X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খুলনায় কালবৈশাখীর হানা, বাণিজ্যমেলা লণ্ডভণ্ড

খুলনা প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২০:৫৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২১:৩৯

খুলনায় মঙ্গলবার সন্ধ্যায় সংঘটিত ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে চলমান বাণিজ্যমেলা। এ সময় আশেপাশের অনেক বাড়ি-ঘরের টিনের চাল ও গোলপাতার ছাউনি উড়ে গেছে। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পুলিশ দাবি করেছে, এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

খুলনা

খুলনার আবহাওয়া অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, রাত ৭টা ৫৫ মিনিটে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার আর স্থায়িত্ব ছিল প্রায় পনের মিনিট। এসময় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঝড়ে ১৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে, গত ৬ মার্চ থেকে শুরু হওয়া বাণিজ্যমেলায় এদিনও ছিল ব্যাপক জনসমাগম। হঠাৎ ঝড় শুরু হওয়ায় মেলার স্টলগুলো দর্শনার্থীরা আশেপাশের উঁচু ভবনগুলোতে আশ্রয় নিয়ে রক্ষা পেলেও ছুটোছুটিতে অনেকে আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে, ঝড়ে প্রচণ্ড বাতাসের তোড়ে মেলার স্টলগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এসময় মেলা মাঠজুড়ে টিন উড়তে দেখা যায়। আয়োজকদের ধারণা, মেলায় প্রচুর পণ্য নষ্ট হয়ে গেছে।

ঝড় শেষ হয়ে গেলেও শহরে এখন হালকা বৃষ্টিপাত হচ্ছে। শহরের দৌলতপুর মোড়ে কৃষি ব্যাংকের সামনে একটি বিলবোর্ড ভেঙে রাস্তায় পড়ায় প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পথচারীদেরও বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও স্থানীয় শিশু একাডেমির সামনে একটি বিলবোর্ড হেলে পড়ার খবর পাওয়া গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষে শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানিয়েছেন, বাণিজ্যমেলাসহ পুরো শহরে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই। তবে বাণিজ্যমেলায় ঝড়ের কারণে প্রচুর মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।

/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!