behind the news
Vision  ad on bangla Tribune

কিশোরগঞ্জে তনু হত্যার প্রতিবাদে উদীচীর মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি০৩:৪৭, এপ্রিল ০৬, ২০১৬

তনু হত্যাকাণ্ডকুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি।
মঙ্গলবার সকালে শহরের রংমহল সিনেমা হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের নেতা-কর্মীরা।
উদীচী শিল্পীগোষ্ঠির কিশোরগঞ্জ জেলা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি শেখ এ কে এম নুরুননবী বাদল, জেলা উদীচী সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াহাব, এনজিও কর্মী মো. রুহুল আমীন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।
মানবন্ধনে বক্তারা তনু হত্যা নিয়ে কোনও ধরনের রাজনীতি না করার আহ্বান জানিয়ে দ্রুত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
/এসএনএইচ/এনএস/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ