behind the news
Vision  ad on bangla Tribune

বাসে গণধর্ষণ: ৫ শ্রমিক নেতা জেলহাজতে

টাঙ্গাইল প্রতিনিধি০৬:৫১, এপ্রিল ০৭, ২০১৬

ধর্ষণটাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে পরিবহন শ্রমিকের স্ত্রীকে গণধর্ষণের মামলায় পাঁচ শ্রমিক নেতাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার শ্রমিক নেতারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা জানান, ধর্ষণ মামলায় ৯ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ছয়জন ছিলেন শ্রমিক নেতা। বুধবার ওই ছয়জনের মধ্যে পাঁচজন লতিফ মুন্সি, সেলিম, জালু, মেলেটারী সেলিম ও ইলিয়াস আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারকের নির্দেশে তাদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়। লাবলু নামের অপর এক আসামি পলাতক রয়েছেন।
এদিকে,ঘটনার দিনই মামলার প্রধান তিন আসামি বাসচালক হাবিবুর রহমান ওরফে নয়ন (৩৩), সুপারভাইজার রেজাউল করিম ওরফে জুয়েল (৩৫) ও হেলপার আব্দুল খালেক ওরফে ভুট্টোকে (৩০) গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে হেলপার আব্দুল খালেক ওরফে ভুট্টো ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার পরদিন শনিবার আদালতে জবানবন্দি দেন। অপর দুইজন বাসচালক হাবিবুর রহমান নয়ন ও সুপারভাইজার রেজাউল করিম জুয়েল তিনদিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১ এপ্রিল) ভোর পাঁচটার দিকে আত্মীয়ের বাড়ি থেকে বাসায় ফেরার জন্য ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিনিময় পরিবহনের বাসে ওঠেন এক পরিবহন শ্রমিকের স্ত্রী। তখন বাসে আর কোনও যাত্রী ছিল না। বাসটি কিছুদূর যাওয়ার পর চালকের এক সহকারী তাকে ‘কুপ্রস্তাব’ দেয়। এসময় বাসের আরও দুজন এগিয়ে আসেন। তাদের প্রস্তাব অস্বীকার করলে তারা ওই নারীর মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে। পরে মধুপুর বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ রোডের দিকে যাওয়ার পর রাস্তার পাশে তাকে নামিয়ে দেয়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে ১ এপ্রিল মধ্যরাতে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারসহ ছয় শ্রমিক নেতাকে অভিযুক্ত করে ধনবাড়ী থানায় মামলা করেন।
/বিটি/এমও/এমএসএম/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ