behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

১১ এপ্রিল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি১১:৫৬, এপ্রিল ০৭, ২০১৬

সিলেটভাঙাচোরা রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আগামী ১১ এপ্রিল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকালে বাস-ট্রাক ও সিএনজি মালিক-শ্রমিকদের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ এপ্রিল সিলেট জেলায় কোনও ধরণের যানবাহন চলাচল করবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কার, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
প্রসঙ্গত, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ ও সিলেট-গোয়াইনঘাট রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
/এফএস/    

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ