X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৫:০৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার সন্তান নূর মোহাম্মদ সিকদারকে (৩৫) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নসিরাত জাবিন নিম্নীর আদালতে নিহতের বাবা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় প্রতিবেশী আক্তার মোল্লাসহ ছয়জনকে আসামি করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে গোপালগঞ্জ সদর থানার ওসিকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার তালা পূর্বপাড়া গ্রামে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সোবহান জানান, গত ৩১ মার্চ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদারের গরু প্রতিবেশী আক্তার মোল্লার জমির ধান খায়। আক্তার মোল্লা গরু ধরে খোয়ারে দিতে গেলে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে দেন। পরে লিয়াকত আলী সিকদার ও আক্তার মোল্লার ছেলে, মেয়ে জামাইসহ স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হয়। লিয়াকত আলী সিকদারের ছেলে নূর মোহাম্মদ সিকদার তার শিশু পুত্রকে কোলে নিয়ে ঘটনাস্থলে আসেন। বাকবিতন্ডার একপর্যায়ে আক্তার মোল্লার ছেলে দুলাল মোল্লা লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। প্রথমে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল নূর সোহাম্মদ মারা যান।

মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সিকদার বলেন, আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!