Vision  ad on bangla Tribune

কিবরিয়া হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ হয়নি, পরবর্তী তারিখ ২৮ এপ্রিল

সিলেট প্রতিনিধি১৬:৫০, এপ্রিল ০৭, ২০১৬

কিবরিয়া হত্যা মামলাসাক্ষী না আসায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালত আগামী ২৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, আদালতে জামিনে থাকা অভিযুক্ত আসামি সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীসহ কারান্তরীণ ১৩ আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন। তবে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতে উপস্থিত ছিলেন না। সাক্ষী না আসায় আদালত মামলার পরবর্তী তারিখ ২৮ এপ্রিল নির্ধারণ করেছেন বলে জানান তিনি।  
অ্যাডভোকেট কিশোর কর আরও জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে ৯ জন জামিনে, ১৩ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। এ হত্যা মামলার ১৭১ জন সাক্ষীর মধ্যে গত ৩১ মার্চ ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

/বিটি/

লাইভ

টপ