behind the news
Rehab ad on bangla tribune
 
Vision Refrigerator ad on bangla Tribune

নাটোরে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

নাটোর প্রতিনিধি১৭:৪৪, এপ্রিল ০৭, ২০১৬

ইউপি নির্বাচন ২০১৬নির্বাচন কমিশন ঘোষিত দেশব্যাপী তৃতীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে নাটোর সদর উপজেলার চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা সার্ভার স্টেশনে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, আগামী ২৩ এপ্রিল নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়নে তৃতীয় পর্যায়ের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিয়নের সাতজন চেয়ারম্যানের বিপরীতে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনের ২১ জন মহিলা মেম্বারের বিপরীতে ৭২ জন এবং ৬৩ জন সাধারণ মেম্বারের বিপরীতে ২৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

/বিটি/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ