X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ইউপি নির্বাচন ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৮:১৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:১৯

৩য় ধাপের ইউপি নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯ টিতে নির্বাচন হচ্ছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এ নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন ইউপি চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে ৯টি ইউপিতে এখন ২৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ঝিনাইদহএছাড়া সীমানা সংক্রান্ত জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। ৯টি  ইউনিয়নের মধ্যে ২নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে কোনও ইউনিয়নে জামায়াত সমর্থক প্রার্থী নেই বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওহিদুল রহমান ওদু, বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াস রহমান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান (লিটন) (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আলিনুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শওকত আলী।
৩ নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম ছরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী রিংকু ঘোষ তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৪ নং নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (রনি লস্কর), বিএনপির মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান মিলন, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল হক লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন । স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানা ও বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান আলী শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

৮ নং মালিয়াট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুর রহমান খান, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা শুকুর, স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক (বিএনপি বিদ্রোহী) ও শাহিনুর রহমান (আ.লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৯ নং বারোবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক (আ.লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আজাদ ইকবাল শিপন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১১ নং রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিদুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন (আ.লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস আলী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সীমানা সংক্রান্ত জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। বাকি ইউনিয়নগুলোতে ২৩ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়