X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শোক দিবস ঘোষণার দাবিতে সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৮:০৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৮:০৯

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ (1) রানা প্লাজার ভবন ধসে নিহত পোশাক শ্রমিকদের স্মরণে ২৪ এপ্রিল শোক দিবস ঘোষণা এবং সব কারখানা ছুটির দাবিতে সাভারে রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ২০টি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ অবরোধে অংশ নেয়। এ সময় শ্রমিক-পুলিশ ও মালিকপক্ষের সংঘর্ষে প্রায় ২০ শ্রমিক আহত হন।

জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজার ভবন ধসে ১ হাজার ১৩৮ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও প্রায় আড়াই হাজার শ্রমিক। এরপর থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা এ দিনটি শোক দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছে।

আর এই দাবিতেই রবিবার সাভারের ধরেন্ডা এলাকার ড্রেসআপ পোশাক কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রাখলে বেলা ১০টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। এ সময় রাজাশন এলাকায় হাইপয়েন্ট ও এন্টারনেট গার্মেন্টস এবং আইচানোয়াদ্দা এলাকার সুরমা গার্মেন্টেসেও একই কারণে ছুটি ঘোষণা করা হয়।

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ (3) জানা যায়, আইচানোয়াদ্দা এলাকার সুরমা গার্মেন্টেসের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে রানা প্লাজার উদ্দেশে রওনা দিলে শাহীবাগ এলাকার আজিম গ্রুপের জিকে গার্মেন্টেসের কারখানা খোলা পেয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর শুরু করে। একইসঙ্গে কারখানার শ্রমিকরাও উত্তেজিত হয়ে হলে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ১০ শ্রমিক আহত হয়। এক পর্যায়ে কারখানা ছুটি ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে দুপুর ১২টার দিকে ২৪ এপ্রিল কারখানা বন্ধের দাবিতে সাভার পৌর এলাকার উলাইল মহল্লায় প্রায় দশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা ফেরার পথে আল-মুসলিম পোশাক কারখানা খোলা পেয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে শিল্পপুলিশ শ্রমিকদের ধাওয়া দেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে রাবার বুলেট, টিয়ারসেল ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে প্রায় ১০ শ্রমিক আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ (2) এদিকে রানা প্লাজার সামনে অবস্থানরত পোশাক কারখানার শ্রমিক ও সংগঠনের কাছে শ্রমিকের ওপর হামলার খবর পৌঁছলে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ রাখার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিকরা অভিযোগ করেন, ২৪ এপ্রিল পোশাক শ্রমিকদের জন্য একটি ভয়াবহ দিন। এ দিনে সাভারে বহুতল ভবন ধসে শ্রমিকরা প্রিয়জন হারিয়েছেন। নিহত শ্রমিকদের স্মরণে দিনটিকে শোক দিবস ও  সব কারখানা বন্ধের দাবি জানানো হলেও কারখানা চালু রাখা হয়েছে। 
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২৪ এপ্রিল কারখানা বন্ধের দাবিতে সাভারের বেশ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!