X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যথাসময়ে জাতীয় কাউন্সিল হবে: রংপুরে এরশাদ

রংপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ১৮:৩৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৪

হুসেইন মুহম্মদ এরশাদ সংবাদ সম্মেলন করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের দলের জাতীয় সম্মেলন ও কাউন্সিল পিছিয়ে দেবার আহ্বানকে সরাসরি নাকোচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, কাউন্সিল পেছানো কিছুতেই সম্ভব নয়। আমি জীবিত থাকা অবস্থায় এই কাউন্সিল পেছানো হবে না এবং কারো দ্বারা তা বন্ধও করা যাবে না। কাউন্সিল হবেই আর ওই কাউন্সিলে রংপুর থেকে লাখো মানুষ অংশ নেবে।
তিনি সোমবার দুপুরে ঢাকা থেকে বিমানযোগে তার রংপুর নগরীর পল্লী নিবাস বাসভবনে এসে সাংবাদিকদের ডেকে এসব কথা বলেন।
সাংবাদিকদের কোনও প্রশ্ন করার সুযোগ না দিয়ে নিজেই রবিবার তার স্ত্রী রওশন এরশাদের সংবাদ সম্মেলনের উত্তর দেন। তিনি বলেন, এবার অনেক কষ্ট করে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডিয়াম সভা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে বিদেশি মেহমান, রাষ্ট্রদূত ও দেশের রাজিনৈতক দলসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রওশন এরশাদের নাম উল্লেখ করে তিনি বলেন, উনি বলেছেন জাতীয় পার্টি নাকি একটা কোম্পানি! আসলে তার বক্তব্য উদ্ভট আর মিথ্যাচারে ভরা। জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল, সেই দলের একটা গঠনতন্ত্র আছে যা গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। আর এই গঠনতন্ত্র অনুযায়ী জাপা একটি নিবন্ধিত দল। এসব কথা বলার অধিকার তার নেই বলে জানান এরশাদ। রওশনকে উদ্দেশ করে এরশাদ বলেন, তিনি দলের গঠনতন্ত্র পড়েননি। যদি গঠনতন্ত্র পরিবর্তন করতে চান তাহলে রওশনকে কাউন্সিলে এসে তার যেসব বিষয়ে আপত্তি আছে তা উত্থাপন করবেন আর কাউন্সিলররা মনে করলে পরিবর্তন করবেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে জাতীয় পার্টিতে অনেক নেতা এসেছিলেন। মওদুদ আহমদ, শাহ মোয়াজ্জেম হোসেন, মিজান চৌধুরীসহ অনেকের নাম উল্লেখ করে তিনি বলেন, আমি ক্ষমতা থেকে সরে আসার পর তারা যখন দেখলো এখানে তেমন সুযোগ-সুবিধা পাওয়া যাবে না, তখন তারা চলে গেছেন। ওরা সুযোগ সন্ধানী, তারা চলে যাওয়ায় আমার বা জাতীয় পার্টির কোনও ক্ষতি হয়নি।

দলে গনতন্ত্র নেই বলে রওশন যে কথা বলেছেন, তার তীব্র সমালোচনা করে এরশাদ বলেন, গঠনতন্ত্রের ৩৯ ধারা কাউন্সিলে পাস করা হয়েছিল বলেই তিনি আনিসুল ইসলাম মাহমুদসহ ৩৯ জন প্রেসিডিয়াম মেম্বার হয়েছে। এটা তাদের জানা থাকা দরকার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে এরশাদ বলেন, বিচার হীনতার সংস্কৃতির কারণে এসব হত্যাকাণ্ড কমছে না বরং বাড়ছে। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এসব হত্যাকাণ্ড হচ্ছে বলে মনে করি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনু হত্যার প্রতিবাদে ডাকা হরতালকে সমর্থন করে এরশাদ বলেন, জাপা যদিও হরতালের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তারপরেও তনু হত্যার বিচারের দাবিতে আর খুনিদের গ্রেফতার করার জন্য আরও আন্দোলন দরকার।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে নিজের বাসায় আসলে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর জাপা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ অন্যান্য নেতারা।

/এএইচ/ 

 

আরও খবর পড়ুন-

পাপন ওয়ানডে র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচ নম্বরে বাংলাদেশ: পাপন

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী