X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

পাবনায় খেলায় হেরে বিজয়ী দলের ওপর হামলা, আহত ১০

পাবনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৫

পাবনার ভাঙ্গুড়ায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলায় হেরে গিয়ে বিজয়ী দলের ওপর হামলা চালিয়েছে পরাজিত দলের খেলোয়াড়রা। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে ৭ জনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মন্ডলমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— জনি হোসেন (১৩), নিয়ন হোসেন (১৪), রাসেল হোসেন (১৪), সাগর হোসেন (১৩), গোলাম রাব্বী (১৪), শান্ত হোসেন (১৪) ও শিপন আলী (১৫)।

আহতরা জানায়, উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টেনের ফাইনাল খেলায় শনিবার উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয় ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা হয়। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় ৪-০ গোলে জয়লাভ করে উপজেলার রূপসী উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে সন্ধ্যায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিল রূপসী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। পথে উপজেলার মন্ডলমোড়ে গাড়ির গতিরোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। এ সময় তারা লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে রূপসী উচ্চ বিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়ে রূপসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম বলেন, খেলায় হেরে গিয়ে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আক্রোশমূলক হামলা চালিয়েছে। আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি এখনও হাসপাতালেই শিক্ষার্থীদের পাশে রয়েছি।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
৭ দেশের জাহাজ চলাচলে করতে হবে না আলাদা চুক্তি
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল
আজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
উপজেলা নির্বাচনআজ দ্বিতীয় ধাপের ভোট, ইসির চিন্তা ভোটার উপস্থিতি
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...
কান উৎসব ২০২৪এ আর রাহমানের মুখে লালন ফকির থেকে শেখ হাসিনা...