X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

‘সরকার শতভাগ বিদ্যুৎ ও দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮ জুন ২০২৩, ১৮:১৬আপডেট : ০৮ জুন ২০২৩, ১৮:১৬

যারা দেশের বিরোধিতা করছে তারা রাজাকার, আলবদর ও আলশামস বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘তারা দেশের ভালো চায় না। আবারও বোমাবাজি ও আন্দোলনের নামে মানুষকে পোড়াতে চায়। সেই সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বৃহস্পতিবার (০৮ জুন) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্টেশন চত্বরে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এর আগে সবুজ পতাকা নেড়ে এবং বাঁশি বাজিয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ম্যাংগো স্পেশাল ট্রেনে শুধু আম নয়, শাক-সবজিসহ অন্যান্য ফল পরিবহন করা যাবে। প্রতিকেজি আম পরিবহনে খরচ পড়বে এক টাকা ৩১ পয়সা।

বিএনপি-জোট সরকারের আমলে রেলব্যবস্থা বন্ধের উপক্রম হয়েছিল উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেলগুলোকে সংস্কার করে মানুষের কাছে ট্রেন ভ্রমণ আরামদায়ক করে তুলেছে। এখন ঢাকার সঙ্গে সারাদেশের রেলের নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

১৪ বছরে বর্তমান সরকার শতভাগ বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়েছে জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘এই সরকারের আমলে দেশের অগ্রগতি ও উন্নয়ন বিস্ময়কর। তবু অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছে।’

এ সময় করোনাকালীন চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ ট্রেনগুলো চালুসহ নাচোল, আমনুরা ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের অবকাঠামো উন্নয়নের ঘোষণা দেন রেলমন্ত্রী। 

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ ও জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রকিব, রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন ও পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার।

/এএম/
সম্পর্কিত
‘ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি, ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা’
ট্রেনে জন্ম নেওয়া শিশু ও বাবা-মায়ের জন্য উপহার পাঠালেন রেলমন্ত্রী
চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
‘বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে, রাজধানী ছেড়ে দিলে সমস্যা হতে পারে’
‘বিএনপি সন্ত্রাসের পাঁয়তারা করছে, রাজধানী ছেড়ে দিলে সমস্যা হতে পারে’
রাফাহতে হামলা জোরদারের অঙ্গীকার নেতানিয়াহুর
রাফাহতে হামলা জোরদারের অঙ্গীকার নেতানিয়াহুর
বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেফতার
বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি