X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাধন চন্দ্র দ্বিতীয়বার মন্ত্রী হওয়ায় নওগাঁয় আনন্দ মিছিল

নওগাঁ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৪:০৩

নওগাঁ-১ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে দ্বিতীয়বার খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোয় নওগাঁয় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে নতুন মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের সরিষা হাটির মোড় থেকে এই আনন্দমিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিভাস মজুমদার গোপাল।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নির্বাচনি এলাকায় (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আনন্দমিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলে ঢাকঢোল পিটিয়ে এবং আতশবাজি ফাটিয়ে আনন্দ-উল্লাস করেন নেতাকর্মীরা। পরে মিষ্টি বিতরণ করা হয়।

তৃণমূল থেকে উঠে আসা সাধন চন্দ্র মজুমদারকে দ্বিতীয়বারের মতো খাদ্যমন্ত্রী বানানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল বলেন, ‘বর্তমান সরকারের আমলে নওগাঁয় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই লক্ষ্যে কাজ করবেন তিনি। এ ছাড়াও বৃহৎ উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নওগাঁয় শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।’

সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা বলেন, ‘সাধন চন্দ্র মজুমদার প্রথমবারের মতো খাদ্যমন্ত্রী হিসেবে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আবারও একই মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নওগাঁ যেহেতু খাদ্যশস্য ভান্ডার হিসেবে পরিচিত তাই আবারও এই জেলায় খাদ্যমন্ত্রী দিয়ে নওগাঁর মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুপ্রাণিত ও উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি নওগাঁর মানুষ কৃতজ্ঞ।’

উল্লেখ্য, নওগাঁ-১ আসন থেকে ২০০৮ সালে প্রথমবারের মতে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। এরপর ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো  ও ২০১৮ সালে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর প্রথমবারের মতো খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। ২০২৪ সালে আবারও আওয়ামী লীগের মনোনয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাধন চন্দ্র মজুমদার।

/কেএইচটি/
টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
১২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯
সাধন চন্দ্র দ্বিতীয়বার মন্ত্রী হওয়ায় নওগাঁয় আনন্দ মিছিল
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩২
১১ জানুয়ারি ২০২৪, ০৩:৩০
১১ জানুয়ারি ২০২৪, ০২:০৯
১০ জানুয়ারি ২০২৪, ২৩:২০
১০ জানুয়ারি ২০২৪, ২২:২৭
সম্পর্কিত
চকচকে চাল খাওয়া বন্ধ করলে দাম কমবে: খাদ্যমন্ত্রী
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
সর্বশেষ খবর
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক