X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

বন্ধুকে গেম ডাউনলোডে ব্যস্ত করে দিয়ে পেছন থেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯

বগুড়ার কাহালুতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তার বন্ধু আবু কাশেমকে (১৯) গ্রেফতার করেছে। উদ্ধার করেছে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত রেদোয়ান ইসলাম বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জ পূর্বপাড়া গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। দূর্গাপুর এনায়েত উল্লাহ দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করতেন। শুক্রবার রাত ১০টার দিকে গ্রামের মসজিদে তারাবির নামাজ আদায় করে বাড়ি ফিরছিল।

পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাহালু থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, হত্যাকাণ্ডের পরপরই হত্যার কারণ উদঘাটন ও খুনিকে শনাক্ত করতে কাজ শুরু করেন। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে নিহতের বন্ধু একই গ্রামের আবদুল কাদেরের ছেলে আবু কাশেমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রেদোয়ানকে হত্যা ও এর কারণ
জানায়।

ওসি জানান, তার স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়। আবু কাশেম এবার দাখিল পরীক্ষা দিয়েছে। সে জানায়, রেদোয়ান ল্যাপটপ কেনার জন্য তার কাছে ১১ হাজার ৮০০ টাকা ধার নেয়। টাকা ফেরত না দেওয়ায় দুই বন্ধুর মাঝে বিরোধ দেখা দেয়। এতে কাশেম ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে। শুক্রবার তারাবির নামাজ শেষে রেদোয়ান বাড়ি ফিরছিলেন। পথে ওতপেতে থাকা কাশেমের সঙ্গে দেখা হয়। তখন রেদোয়ানকে তার মোবাইল ফোনে গেম ডাউনলোড করে দিতে অনুরোধ করে। গল্পের একপর্যায়ে তারা নির্জন স্থানে যায়। গেম ডাউনলোডে ব্যস্ত হয়ে পড়লে কাশেম সঙ্গে থাকা হাঁসুয়া দিয়ে পেছন থেকে ঘাড় ও বিভিন্ন স্থানে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাঁসুয়া ফেলে বাড়িতে চলে যায় অভিযুক্ত।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একমাত্র আসামি আবু কাশেমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডে আদালতে হাজির করা হবে। স্বীকারোক্তি না দিলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
অন্যের হয়ে সরকারি চাকরির মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লেন ৩ জন
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
বৃষ্টি হতে পারে সাত বিভাগে
বৃষ্টি হতে পারে সাত বিভাগে
মহানবীকে নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড
মহানবীকে নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথির ৫ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
রাজধানীতে ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’
‘কাম্য শিক্ষার্থী না থাকলে সুযোগ-সুবিধা পাবে না শিক্ষাপ্রতিষ্ঠান’