X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’

জয়পুরহাট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩২

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌর বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ উপজেলা চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সোমবার (২২ এপ্রিল) তিনি রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। 

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন উপজেলা চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকছেদ আলী মণ্ডল, পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. নুরুন্নবী আরিফ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানে পৌর বিএনপির সদস্য আব্দুল ওয়াহেদ চেয়ারম্যান প্রার্থী হন। এ ছাড়া আব্দুল ওয়াহেদ আক্কেলপুর পুরাতন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতির পদে আছেন।

বিএনপি দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার কথা জানার পর আব্দুল ওয়াহেদ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচনে শেষ পর্যন্ত থাকার কথা বলে জানিয়েছিলেন। তবে হঠাৎ করে সোমবার বিকালে তার মনোনয়নপত্র প্রত্যাহারের খবর এলাকায় ছড়িয়ে পড়ে। কী কারণে তিনি নির্বাচনের মাঠ ছাড়লেন তা নিয়ে লোকজনের মধ্যে কানাঘুষাও শুরু হয়।

আব্দুল ওয়াহেদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিকে ইঙ্গিত করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানান ধরনের নেতিবাচক পোস্ট করেন। তবে এসব প্রচারণাকে গুজব ও প্রোপাগান্ডা বলছেন আব্দুল ওয়াহেদ ও তার নিকটজনেরা।

বিএনপি নেতা এম কেরামত আলী বলেন, ‘বিএনপি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এতে আমরা দলীয় নেতাকর্মীরা খুশি হয়েছি।’

যোগাযোগ করা হলে আব্দুল ওয়াহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আমাকে কেউ চাপ দেয়নি। আমাকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই ফোন করেছিলেন। তারই নির্দেশে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ৮ মে আক্কেলপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারা হলেন মো. মোকছেদ আলী মণ্ডল, মো. নুরুন্নবী আরিফ ও আব্দুল ওয়াহেদ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার আব্দুল ওয়াহেদ তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
দলবল নিয়ে উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে
স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের
সর্বশেষ খবর
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত