X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো বৃদ্ধের, আটক ১

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১২:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১২:২৪

নীলফামারীর ডোমার উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইদ্রিস আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হাসিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইদ্রিস আলী পূর্ব হরিণচড়া গ্রামের সপির উদ্দিনের ছেলে। হাসিকুল একই এলাকার আমির আলীর ছেলে। আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস ও হাসিকুলের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিসের গাছ কাটাকে কেন্দ্র করে দুই জনের হাতাহাতি হয়। এক পর্যায়ে ইদ্রিসের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হাসিকুল। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় হাসিকুলও আহত হয়েছেন।

হরিণচড়া ইউনিয়নের মাহবুব আলম বলেন, ‘সন্ধ্যার ৭টার দিকে খবর পাই, এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি হাসপাতালে নেওয়ার পর ইদ্রিসকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তপন কুমার রায় বলেন, ‘ইদ্রিস আলীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে সাড়ে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসিকুলকে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করি।’

বুধবার সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আহত হাসিকুলকে আটক করে পুলিশ হেফাজতে রংপুরে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: ‘শুটার’সহ গ্রেফতার ৪
ব্লগার নাজিম হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ জুন
নিজঘরে নারীর মরদেহ, স্বামী পলাতক
সর্বশেষ খবর
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল আজিমের খোঁজে ভারতে গেলো পরিবার
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পশু আমদানিতে সম্মতি দেবে না প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
মদরিচের নেতৃত্বে ক্রোয়েশিয়ার ইউরো দল ঘোষণা
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন আর নেই
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত হোসেনউদ্দীন হোসেন আর নেই
সর্বাধিক পঠিত
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া