X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

২৫০ গ্রাম মুরগির মাংস কিনছেন ক্রেতারা, কেউ কিনছেন পা-চামড়া

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ১০:০৪আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১০:০৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে রমজান মাসের শুরু থেকেই ২৫০ গ্রাম ব্রয়লার মুরগির কাটা মাংস বিক্রি বেড়েছে। দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই আবার মুরগির পা, চামড়া কিনে নিয়ে যাচ্ছেন। 

বালিয়াডাঙ্গীর বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এর আগে ব্রয়লার মুরগির কাটা মাংস ২০০ টাকায় বিক্রি হতো। তখন হাতে গোনা কয়েকজন ২৫০ গ্রাম মাংস কিনতেন। কিন্তু ব্রয়লার মুরগির মাংসের দাম ৩০০ টাকার বেশি হওয়ার পর প্রতি ১০ জন ক্রেতার মধ্যে আট থেকে নয় জনই কিনছেন ২৫০ গ্রাম মাংস।

বালিয়াডাঙ্গী বাজারের ব্রয়লার মাংস বিক্রেতা আলম জানান, রমজানের শুরু থেকে কাটা ব্রয়লার মুরগি ৩২০ টাকায়, গোটা ব্রয়লার মুরগি ২৫০ টাকায় এবং পাকিস্তানি গোটা মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রমজান আলী নামে এক মাংস বিক্রেতা বলেন, ‘কাটা ব্রয়লার মুরগির মাংসের দাম কম থাকলেই বেশি মাংস বিক্রি হয়। মাংস বেশি বিক্রি হলেই আমাদের লাভ। কারণ মুরগি কেটে পরিষ্কার করে খুচরা বাজারে বিক্রি করলে আমাদের সর্বোচ্চ ১৫-২০ টাকা লাভ হয়। এখন বেশিরভাগ ক্রেতা ২৫০ গ্রাম মাংস নিচ্ছেন। সারাদিন এক মণ মাংস বিক্রি করতেই হিমশিম খেতে হচ্ছে। মুরগির দাম কম হলেই ব্যবসা ভালো হয়।’

সোমবার দুপুরে রমজানের দোকানে ২৫০ গ্রাম মাংস কেনেন পারুয়া গ্রামের সমশের আলী। তিনি বলেন, ‘রমজান মাসে আয় কমেছে। তাই কম করে মাংস কিনলাম। সেহেরির সময় পরিবারের ছয় সদস্য অন্তত এক টুকরো করে মাংস খেতে পারবো। সবজি আর মাছের বাজারে গেলে তো ভয় লাগে।’

স্থানীয় একটি মেসে শিক্ষার্থীদের জন্য রান্না করেন সুমি আকতার। সেহেরির জন্য ব্রয়লার মুরগির মাংস কিনে কেটে নেওয়ার সময় বিক্রেতাকে ছোট ছোট টুকরো করে দিতে বলেন তিনি। কাছে গিয়ে জানতে চাইলে সুমি বলেন, ‘বাজারে দর বাড়লেও মেসের শিক্ষার্থীদের তো টাকা বাড়েনি। তাই এক টুকরো মাংস কেটে দুই টুকরো করে নিতে হচ্ছে।’

এদিকে মাছের বাজারে দেশি মাছ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি। চাষের মাছ এবং বাইরের জেলা থেকে আসা মাছ ১৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন,‘ রমজান মাসে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রি, অতিরিক্ত মূল্যে এবং ভেজাল পণ্য বিক্রি বন্ধে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অসাধু বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে।’

/আরআর/
সম্পর্কিত
কী থাকছে হিমায়িত মাংস আমদানি নীতিমালায়
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সর্বশেষ খবর
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
পাউবোর দুই প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
সিটি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
২০০ বগি কিনতে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে রেলওয়ের চুক্তি
নেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
যুদ্ধাপরাধের অভিযোগনেতানিয়াহু ও সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ আইসিসির
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু