X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৭:১৫

প্রচণ্ড হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ চলছে রংপুর অঞ্চলে। এতে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় রবিবার (২৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

অন্যদিকে, রংপুরে তাপমাত্রার পারদ ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে রংপুর বিভাগের আট জেলার মধ্যে বাকি ছয় জেলাতেও সাত ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

এদিকে প্রচণ্ড শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশার প্রবলতা আরও বেড়েছে। আগের দিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়া শুরু হয় যা পর দিন দুপুর পর্যন্ত অব্যাহত থাকছে। ফলে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করতে বাধ্য হচ্ছে।

শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন সহায় সম্বলহীন ছিন্নমূল হতদরিদ্র আর দিনমজুর। তারা তীব্র শৈত্যপ্রবাহে বাড়ি থেকে বের হতে পারছেন না। কাজ না করায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে তাদের। শীতের কবল থেকে রক্ষা পেতে নগরীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও রংপুর নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষণা করছে না। কোমলমতি শিশুরা সকাল সাড়ে ৭টায় স্কুলে আসতে বাধ্য করছে। রবিবার শৈত্যপ্রবাহ চললেও শিশুদের বাধ্য হয়ে তাদের অভিভাবকরা স্কুলে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নগরীর মুন্সিপাড়া মহল্লার আফজাল হোসেন মনোয়ারা বেগম অভিযোগ করেন, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। প্রচণ্ড হিমেল বাতাসে নাজেহাল অবস্থা তার পরও স্কুল বন্ধ রাখা হচ্ছে না আমাদের সন্তানদের বাধ্য করা হচ্ছে। এতে করে মিশুরা নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অমানবিক।

রংপুর অঞ্চলে হাড় কাঁপানো শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা ৫.৫ ডিগ্রি

একই কথা জানালেন পুলিশ সদস্য সামসুল, চাকরিজীবী সুলতানা শারমিনসহ অনেকেই।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় কার্যালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, গত ২৩ জানুয়ারি রংপুর বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ি মাদ্রাসা ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছিল। শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী বন্ধ ছিল। স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হলেও তারা কেন খোলা রাখছেন তা দেখা হচ্ছে।

এদিকে শৈত্যপ্রবাহের কারণে নগরীর শপিং মলসহ মার্কেট গুলোতে সাধারণ মানুষের আনাগোনা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, তীব্র শীতের কারণে খদ্দের নেই বললেই চলে। অপরদিকে বড় বড় শপিং মলসহ মার্কেটগুলো দুপুর ১২টার আগে খুলছে না।

রংপুর কৃষি সম্প্রসারণ বিভাগের সহকারী পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন জানিয়েছেন, তীব্র শীত আর বিশেষ করে ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা ও আলু ক্ষেতের ক্ষতি হচ্ছে। তবে কৃষকদের কুয়াশা থেকে ক্ষেত রক্ষা করার জন্য মাঠকর্মীরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

তবে মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুয়াশার কারণে ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। বীজতলাগুলো হলুদ আকার ধারণ করে মরে যাচ্ছে। এই চারা রোপণ করলে ফলন ভালো হবে না। একই অবস্থা আলু ক্ষেতে। সেখানে আলুর গাছগুলো লেট ব্রাইট রোগে আক্রান্ত হচ্ছে। কুয়াশা না কমলে রোদের তীব্রতা না বাড়লে আলুর ফলন কম হবে বলে কৃষকরা জানিয়েছে।

এদিকে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৭ দশমিক ৫ ডিগ্রি এবং বিভাগের অন্য জেলাতে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তাপমাত্রা আরও কমতে পারে।

/এফআর/
সম্পর্কিত
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বশেষ খবর
রিজওয়ান-ফখরের রেকর্ড জুটিতে সিরিজে পাকিস্তানের সমতা
রিজওয়ান-ফখরের রেকর্ড জুটিতে সিরিজে পাকিস্তানের সমতা
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ
নীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
শুভেচ্ছা বার্তায় রুহিন হোসেন প্রিন্সনীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা