X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

নীলফামারী শহরে যানজট কমিয়েছে অস্থায়ী ডিভাইডার

নীলফামারী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:১৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৭

যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে নীলফামারী জেলা শহরে অস্থায়ীভাবে সড়ক বিভাজক (ডিভাইডার) স্থাপন করেছে ট্রাফিক পুলিশ। সদরসহ ছয় উপজেলার বিশ লাখ মানুষের যাতায়াত এ শহরে। প্রধান সড়কের দুই পাশে গড়ে উঠেছে অফিস-আদালত, স্কুল-কলেজ, মন্দির-মসজিদ, সুপার মার্কেট ও সরকারি-বেসরকারি নানান ব্যবসাপ্রতিষ্ঠান। এ ছাড়াও সড়কের ফুটপাতজুড়ে রয়েছে ভাসমান দোকানের হিড়িক। এ কারণে হরহামেশা লেগেই থাকে যানজট, ঘটে সড়ক দুর্ঘটনা।

বিশেষ করে শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়, বাটার মোড়, বড় বাজার ট্রাফিক মোড়, মাধার মোড়, কালিবাড়ী মোড়, আনন্দবাবুর পোল ও গাছবাড়ীতে ছিল চোখে পড়ার মতো যানজট। এতে করে ভোগান্তিতে পড়তো নীলফামারীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালগামী সাধারণ রোগী, গর্ভবতী মা, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।

সম্প্রতি যানজট ও সড়ক দুর্ঘটনা এড়াতে জেলা শহরের প্রধান প্রধান স্থানগুলোতে অস্থায়ীভাবে সড়ক বিভাজক বসিয়েছে ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ। এতে যানজট আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। সুফল পাচ্ছে শহরবাসী। এমন উদ্যোগে ট্রাফিক বিভাগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও পথচারীরা।

এ বিষয়ে চৌরঙ্গীর মোড়ে মোটরসাইকেলচালক প্রণবানন্দ রায় রাখাল বলেন, ‘এই মোড় দিয়ে ডিসি অফিস, হাসপাতাল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, নার্সিং ইনস্টিটিউট, প্রধান ডাকঘর, সোনালী ব্যাংক, সাব-রেজিস্ট্রার অফিস, মহিলা কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কোর্ট, সদর থানা ও পুলিশ সুপার অফিসে যাতায়াত করেন মানুষ। সড়কের ওপরে অটোরিকশা, রিকশা ও ভ্যান দাঁড় করিয়ে রাখার ফলে সব সময় যানজট লেগেই থাকে। কিন্তু গত কয়েক দিন থেকে দেখছি বিভাজক বসানোর ফলে রাস্তায় যানজট অনেকটা কমেছে। আগের তুলনায় এখন নিয়মতান্ত্রিকভাবে সড়কের দুই পাশ দিয়ে যানবাহন চলাচল করছে।’

ডিভাইডারের দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে চলছে গাড়ি

বাসচালক ও নিউবাবু পাড়ার বাসিন্দা নুরুজ্জামান বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে নীলফামারী শহরের এই সড়কের ওপর দিয়ে বাস চালাচ্ছি। একটি রাস্তা দিয়েই বাস-ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। তবে চৌরঙ্গী মোড়, আনন্দবাবুর পুল, বাজার ট্রাফিক মোড়, মাধার মোড় ও গাছবাড়ী এলাকায় নিজের ইচ্ছামতো যেখানে সেখানে ভ্যান, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ভটভটি ও পাগলু থামিয়ে যানজট তৈরি করে। আবার অনেকেই ওভারটেক করে গাড়ি চালিয়ে যায়। বর্তমানে এই মোড়গুলোতে বিভাজক দেওয়ায় দুই দিক দিয়েই যানবাহনগুলো সারিবদ্ধভাবে চলাচল করছে।’

ট্যাংকলরির চালক মো. খতিবর রহমান খোকন বলেন, ‘জেলা শহরের আনন্দবাবুর পোলটি দেখে মনে হয় এটি পোল নয়, একটি অটোস্ট্যান্ড। ব্রিজের দুই পাশে রিকশা, ভ্যান ও অটো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়ে যায় বিপাকে। বর্তমানে সেখানে অস্থায়ী সড়ক বিভাজক বসানোর কারণে যান চলাচল সহজ হয়েছে। যার কারণে ব্রিজের ওপর যানজট কমেছে। পুলের ওপর রিকশা-অটোরিকশার যাত্রীদের ওঠানামা বন্ধ হলে যানজট আরও কমবে।’

নীলফামারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর আনোয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমার কলেজের সামনের সড়কে অস্থায়ী বিভাজক স্থাপন করলে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হতো।’

আগের তুলনায় অনেকটাই কমে এসেছে যানজট

সড়ক বিভাজক স্থাপন প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ট্রাফিক বিভাগ) জ্যোর্তিময় রায় বলেন, ‘আমি যোগদানের পর থেকেই জেলা শহরের যানজট, সড়ক দুর্ঘটনা নিরসনে কী করা যায় বিষয়টি নিয়ে কয়েকবার এসপি স্যারের সঙ্গে আলোচনা করে তার দেওয়া পরামর্শে অস্থায়ী সড়ক বিভাজক বসানো হয়। ফলে শহরে এখন যানজট অনেকাংশে কমে গেছে। তবে এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তানভীরুল ইসলাম।’

প্রায় এক যুগ পর ট্রাফিক বিভাগের এই ভিন্নধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যানবাহনের চালকরা। তাদের দাবি, সড়ক বিভাজক স্থাপনের ফলে কমেছে যানজট ও দুর্ঘটনা। এটি স্থায়ীকরণের দাবি জানান তারা।

পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিভাজক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক গুরুত্বপূর্ণ স্থানে সড়ক বিভাজক স্থাপন করে পুরো শহর এখন যানজটমুক্ত হয়েছে। যানবাহনগুলো সারিবদ্ধভাবে চলাচল করছে। শহরটি যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগ সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আগামীতে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
উল্লাপাড়ায় পিকআপচাপায় প্রাণ গেলো অটোরিকশাচালকসহ দুজনের
সর্বশেষ খবর
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
মুদ্রাপাচার বাড়ার কারণ জানালেন অর্থমন্ত্রী
মুদ্রাপাচার বাড়ার কারণ জানালেন অর্থমন্ত্রী