X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন, চাচি আটক

গাইবান্ধা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা মোকছেদুর রহমানের ছুরির আঘাতে ভাতিজা মাহফুজুর রহমানের (৩৮) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মাহফুজুরের ভাই জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান।

তবে ঘটনার পর অভিযুক্ত মোকছেদুর রহমান পালিয়ে গেলেও তার স্ত্রী নীলুফা সুলতানা রেনুকে (৫০) আটক করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।‌

নিহত মাহফুজুর রহমান হাসেম বাজার গ্রামের তাহের মুন্সির ছেলে। পেশায় কাপড় ব্যবসায়ী মাহফুজুর রহমানের দাড়িয়াপুর বাজারে কাপড়ের দোকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসেম বাজার গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মোকছেদুর রহমানের সঙ্গে ভাতিজা মাহফুজুর রহমানের জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার বিকালে চাচা-ভাতিজা উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মোকছেদুর ধারালো ছুরি দিয়ে মাহফুজুরের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় বাধা দিতে গেলে মোকছেদুর ও তার ছেলে তুহিনের লাঠির আঘাতে আহত হয় জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় মাহফুজুর রহমানের। ভর্তির পর আহত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজনদের অভিযোগ, নিজেদের ক্রয় করা জমি দখল করে আসছিলেন মোকছেদুর। তাকে বারবার নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। উল্টো পরিকল্পিতভাবে মোকছেদুর ও তার ছেলে তুহিনসহ কয়েক জন তাদের উপর হামলা করে। পরে মোকছেদুর তার হাতে থাকা ধারালো বেকি দিয়ে মাহফুজুরকে উপর্যুপরি আঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত মোকছেদুর ও তার ছেলে তুহিনসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মাহফুজুর রহমান নামে একজনের মৃত্যু ও দুই জন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মোকছেদুর পালিয়ে গেলেও তার স্ত্রী নীলুফা সুলতানাকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২
বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত
সর্বশেষ খবর
মানুষ অনুভব করছে তাদের মা বন্দি: রিজভী
মানুষ অনুভব করছে তাদের মা বন্দি: রিজভী
১৪ বছর ধরে যে নীতি মেনে চলছেন সোনাক্ষী
১৪ বছর ধরে যে নীতি মেনে চলছেন সোনাক্ষী
কুমিল্লায় পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা
কুমিল্লায় পাসের হার ৭৯ দশমিক ২৩, এগিয়ে মেয়েরা
জিপিএ-৫ কমেছে
জিপিএ-৫ কমেছে
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?