X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পুলিশের অভিযানের সময় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২৩:৩০

দিনাজপুরে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশের অভিযানের সময় বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর সময় মাহফুজুল আলম হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শেখহাটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাহফুজুল আলম হৃদয় (২০) ওই গ্রামের নবীর হোসেনের ছেলে।

দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন। এর আগে একই ঘটনায় জয় চন্দ্র নামে আরেক যুবককে আটক করা হয়। সেইসঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অটোরিকশা ও মুক্তিপণের টাকা জব্দ করা হয়।  

ঘটনার বর্ণনা দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ‘৬ এপ্রিল আল আমিন নামে এক অটোরিকশাচালককে অপহরণ করে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই রাতেই আল আমিনের পরিবার ৪০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেছিল। বাকি ৬০ হাজার টাকা না দিয়ে আল আমিনকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এ ঘটনায় তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দেয়।’ 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের ওই নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শেখহাটি গ্রামের বুধু রায়ের ছেলে জয় চন্দ্র রায়কে (২০) আটক করা হয়। তার দেওয়া তথ্যে আল আমিনকে উদ্ধার করা হয়। পরে অপহরণকারী হৃদয়কে ধরতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে বাড়ির ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে হৃদয়। এ সময় বাড়ির বাইরে থাকা এক পুলিশ সদস্য তাকে ধরে ফেলেন। বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে অপহরণের শিকার বাবা-ছেলেসহ ৩ জন
সর্বশেষ খবর
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা