X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
উপজেলা নির্বাচন

জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৫

উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলায় চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাফর আলীর ছেলে জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মো. মনজুরুল ইসলাম রতন।

এ ছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোট ছয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) যাচাই-বাছাই শেষে সাইদুল হাসান দুলাল নামে এক প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। বাকি ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক মো. মনজুরুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মো. আব্দুল্লাহ মিয়া এবং এ এ এম ওয়াহেদুল ইসলাম।

এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।

অভিভাবক সংগঠন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘কুড়িগ্রাম সদর উপজেলার মানুষ জনপ্রতিনিধি নির্বাচনে পরিবর্তন চায়। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু তারা বিকল্প প্রার্থী খুঁজে পান না। আমার নির্বাচনি এলাকার ভোটারদের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতি খেয়াল রেখে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচিত হলে মানুষকে সঙ্গে নিয়ে পরিবর্তন নিশ্চিত করবো। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পরিষদের কার্যক্রম পরিচালিত করবো।’

আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মনজুরুল ইসলাম রতন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সমালোচনা করে বলেন, ‘তিনি ১০ বছর ধরে পরিষদের দায়িত্বে থেকেও সদর উপজেলায় কোনও উন্নয়ন কর্মকাণ্ড করেননি বরং দুর্নীতির আখড়া বানিয়েছেন। আমার এলাকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি নির্বাচনে অংশ নিয়েছি।’

নিজ দলের একাধিক প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হবে কিনা, এমন প্রশ্নে রতন বলেন, ‘তিনি তো (আমান উদ্দিন আহমেদ মঞ্জু) দলটাকে শেষ করে দিয়েছেন। আমরা সুসংগঠিত করার চেষ্টা করছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবার সারা দেশে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছেন সেজন্য আমি নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হলে দল বরং আরও শক্তিশালী হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ বলেন, ‘আগে ছোট ছোট ছেলেরা বায়না ধরতো খেলনার জন্য, উপহারের জন্য। এখন বায়না ধরে নেতা হওয়ার জন্য। সভাপতির ছেলেও তার বাবার কাছে তেমন বায়না ধরেছে।’

ছাত্রলীগ নেতাসহ নিজ দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বী হওয়া প্রশ্নে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘যেহেতু নেত্রী (দলীয় সভাপতি শেখ হাসিনা) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা উন্মুক্ত করেছেন সেহেতু যে কেউ নির্বাচন করতেই পারে।’ তবে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় সংগঠন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি এই আওয়ামী লীগ নেতা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী