X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা

গাইবান্ধা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১৯:২৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৯:২৩

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন যেভাবে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেভাবে এবারের ষষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে চাই আমরা। এজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর আমরা।’

রবিবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, গাইবান্ধা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চাই জানিয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘এটা বড় নির্বাচন। জনগণই এখানে প্রার্থী ও ভোটার। ভোটাররা আসবেন, স্বাধীনভাবে ভোট দিয়ে চলে যাবেন। তারা যাতে নিশ্চিতভাবে ভোট প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করবো আমরা।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের কাজের সঙ্গে যারা জড়িত আছেন, তাদেরও নিয়ম ও আইনের মধ্যে চলতে হবে। আইনের ব্যত্যয় কারও কাছেই কাম্য নয়। আমরা এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না। ভোট সুন্দরভাবে করতে আইনে যা যা আছে, তাই করতে হবে। একইসঙ্গে যা বর্জনীয় তাই করতে হবে। কেউ ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভোটারদের উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, ‘মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। আজও দেশের অনেক জায়গায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হচ্ছে। সেগুলোতে ভোটারদের উপস্থিতির ছবি দেখলেও বোঝা যাবে, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আর এতগুলো উপজেলা পরিষদের ভোট একসঙ্গে হলে আরও উৎসবমুখর ভোট হবে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে। কেন্দ্রে আসতে ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ইসি রাশেদা সুলতানা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আলোচনা সভা করেন। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর, ফুলছড়ি, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

/এএম/
সম্পর্কিত
মন্ত্রী-এমপির আত্মীয়রা কেন জনপ্রতিনিধি হতে আগ্রহী?
সুবর্ণচরে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ আ.লীগের, ফল স্থগিতের দাবি
পুলিশ ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সর্বশেষ খবর
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিতার চ্যালেঞ্জ
তথ্যযুদ্ধের যুগে সাংবাদিতার চ্যালেঞ্জ
নীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
শুভেচ্ছা বার্তায় রুহিন হোসেন প্রিন্সনীতিনিষ্ঠ অবস্থানে থেকে এগিয়ে যাবে বাংলা ট্রিবিউন
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউন তার গুণগত মান অটুট রাখুক
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি আজ
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি আজ
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা
আসামি ধরতে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন ডিবি কর্মকর্তা