X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনের ট্রেন অনেক দূরে চলে গেছে, এখন আর ওঠার কোনও সুযোগ নেই’

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

এ সময় বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন অনেক দূরে চলে গেছে, এখন আর ওঠার কোনও সুযোগ নেই। বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার কথা বলা হয়েছে। আমরা তিন জন কমিশনার মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের আগে পর্যন্ত বিএনপিকে  নির্বাচনে আসার কথা বলে মুখে ফেনা তুলে ফেলেছি। তখন বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল। এখন আর সুযোগ নেই। এখন কিছু করলে আইনি জটিলতায় পড়ে যাবে কমিশন। নির্বাচনের ট্রেন সঠিক গন্তব্যে পৌঁছবে।’

ইসি আনিছুর বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের কোনও চাপ নেই। বহু বিদেশি এসেছেন। তারা আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমরা আমাদের নিজস্ব চাপে আছি, আর কারও চাপ নেই। নির্বাচন কেমন হবে তা দেখতে বিপুলসংখ্যক বিদেশি পর্যবেক্ষক এসেছেন। বিভিন্ন দেশের দূতাবাস আমাদের কাছে পর্যবেক্ষকদের তালিকা পাঠিয়েছে। আমরা সেগুলো দেখছি। তাদের অধিকাংশকে অনঅ্যারাইভাল ভিসা দেওয়া হবে। দুই হাজার বিদেশি পর্যবেক্ষক আসবে।’

তিনি আরও বলেন, ‘দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচনের সুষ্ঠু-নিরপেক্ষ পরিবেশ রয়েছে। সুনামগঞ্জের সকল প্রার্থীর মধ্যে সদ্ভাব রয়েছে। এখন পর্যন্ত সুন্দর পরিবেশ বজায় আছে। তারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন।’

সুনামগঞ্জ-২ আসনে পুলিশ প্রধানের ভাই নির্বাচন করছেন। এ ব্যাপারে আনিছুর রহমান বলেন, ‘তিনি (পুলিশ প্রধানের ভাই) এখানে বিশেষ কোনও সুযোগ-সুবিধা পাবেন না, পাচ্ছেন না। পুলিশ প্রধান তার ভাইকে সুবিধা দেওয়ার জন্য কাউকে বলেন নাই। যেই প্রার্থী হোক ভোটে জিতে আসতে হবে। কেউ জাল ভোটে এমপি হতে চায় না। আমরা আশা করি, দেশে একটা অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। সবাই ভয়ভীতি উপেক্ষা করে ভোট দেবেন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।’

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান,  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ ও নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক, জাপা প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ এমপি , নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী জয়সেন গুপ্তা, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকি, সিলেটের ডিআইজি শাহ শফিউর রহমান, ২৮ ব্যাটালিয়নের  বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি
উপজেলা পরিষদের প্রথম ধাপে আ.লীগের জয়জয়কার
কী পরিমাণ ভোট পড়লো চার ঘণ্টায়?
সর্বশেষ খবর
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ৭
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
১৮ শর্তে আ.লীগকে সমাবেশের অনুমতি দিলো ডিএমপি
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
নিহত পাইলটের লাশ হস্তান্তর, থানায় মামলা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান