X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২৪, ২৩:৩৫আপডেট : ০৯ মে ২০২৪, ২৩:৩৫

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারে। ঘটনাস্থলে দুই জন নিহত হওয়ার পরে হাসপাতালে লিলু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনু মিয়া (৪৮)। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়।

ঘটনাস্থলে নিহতরা হলেন- সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫) ও সিরাজ মিয়া (৫০)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাঙ্গামাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়া এবং অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে উভয়পক্ষের লোকজন দুপুরে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে রণক্ষেত্রে পরিণত হয়।

তিনি আরও জানান, সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান লিলু মিয়া। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আনু মিয়া।

এলাকাটি হাওরবেষ্টিত দুর্গম হওয়ায় পুলিশ পৌঁছতে দেরি হয়। এ সুযোগে সংঘর্ষ চলাকালে হাঙ্গামাকারীরা বাড়িঘর-দোকানপাটে ব্যাপক লুটতরাজ চালায়।

/এফআর/
সম্পর্কিত
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
কুলখানির দাওয়াত খাওয়া নিয়ে হামলায় নিহত ১
সর্বশেষ খবর
পাল্টাবে না ইরানের নীতি, উসকে দিতে পারে ক্ষমতার লড়াই
নিহত রাইসিপাল্টাবে না ইরানের নীতি, উসকে দিতে পারে ক্ষমতার লড়াই
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন আঙ্গিকে এইচপি ক্যাম্প
তরুণ ক্রিকেটারদের নিয়ে নতুন আঙ্গিকে এইচপি ক্যাম্প
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
‘আপনারা ভোটকেন্দ্রে আসবেন, বাকি দায়িত্ব আমাদের’
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
ঋণ খেলাপের দায়ে স্ত্রী-ছেলেসহ স্টিল মিল মালিকের কারাদণ্ড
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু