X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঢাকা অঞ্চলের ২১ শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ ভবন ‘ঝুঁকিপূর্ণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৪, ২২:২৬আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২২:২৯

ঢাকা অঞ্চলের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি ভবন ঝুঁকিপূর্ণ। এসব ভবনের সামনে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টানানোর নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এসব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ’ নামে প্রকল্পের আওতায় নিয়োগ করা পরামর্শ সেবা প্রতিষ্ঠান ওইসব অধিক ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার সুপারিশ করেছে।

রাজউকের পাঠানো তালিকা অনুযায়ী ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন ৪২টি অধিক ঝুঁকিপূর্ণ ভবন সাত দিনের মধ্যে খালি করাসহ সিলগালা বা ভেঙ্গে ফেলার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানকে নির্দেশনা দিয়ে গত ৩ এপ্রিল একটি চিঠি জারি করে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় ৩০টি অধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।

ভবনের তালিকা

রাজধানীর বাড্ডার বাড্ডা আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৫ তলা ভবন ও বাড্ডা আলতাফুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ৫ তলা ভবন, সাভারের ভাকুর্তা সরকারি উচ্চবিদ্যালয়ের ২য় তলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ তলা ভবন, রাজধানীর ঢাকার পাটুয়াটুলির ঢাকা কলিজিয়েট স্কুল ৫ তলা ভবন, কদমতলী থানার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ১০ তলা ভবন, মিরপুরের সরকারি বাংলা কলেজের ৪ তলা ভবন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সরকারি কদম রসুল কলেজের ২ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা তুমুলিয়ার সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজের ৩ তলা ভবন, রাজধানীর ডেমরা থানার উত্তর মান্ডার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন, মিরপুর ১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়ের ৪ থলা ভবন, সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজের ৩ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ আর আর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, কেরাণীগঞ্জের কালিন্দি এলাকার কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজজের ৩২ তলা ভবন, মালিবাগ চৌধুরীপাড়ার খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের ২য় তলা ভবন, সূত্রাপুরের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ৫ তলা ভবন, যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৪ তলা ভবন, সাভারের ভাকুর্তার শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের ৩ তলা ভবন, রাজধানীর তেজকুনি পাড়ার তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন, ঢাকা কলিজিয়েট স্কুলের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জ সদরের দেলপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের ৪ তলা ভবন, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সরকারি শ্রমিক কলেজের ২য় তলা ভবন, রাজধানীর ডেমরা থানার উত্তর মান্ডার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজের ৩ তলা ভবন,  নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা ভবন, নারায়ণগঞ্জ সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবন, নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের ২ তলা ভবন।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী