X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪০

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের মেয়াদে নিয়োগ পেলেন অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পাদন পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি শিক্ষা ক্যাডারে কর্মরত ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত ১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চলতি দায়িত্বে থাকা মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে গ্রেড-১ এ পদোন্নতি  দেওয়া হয়। গত ১৩ এপ্রিল তার চাকরির মেয়াদ শেষ হয়।

অধ্যাপক নেহাল আহমেদ ১৪.০২.২০২২ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও  তিনি ঐতিহ্যবাহী ঢাকা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক নেহাল আহমেদ ১৯৯৩ সালের ২৭ নভেম্বর ১৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা)  ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে প্রভাষক হিসেবে লক্ষ্মীপুর সরকারি কলেজে যোগদান করেন। চাকরি জীবনে তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ, ধামরাই সরকারি কলেজ, জগন্নাথ কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ, শহীদ স্মৃতি সরকারি কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সরকারি কলেজে শিক্ষকতা দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ ঢাকা কলেজে ইংরেজি বিভাগে  অধ্যাপনা করেছেন ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, অধ্যাপক নেহাল আহমেদের জন্ম ১৯৬৫ সালের ১৪ই এপ্রিল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায়। অধ্যাপক নেহাল আহমেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি তিনি মঞ্চশিল্পী হিসেবে নাট্যাভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয় তাকে শুদ্ধাচার পুরষ্কার দেয়।

/এসএমএ/
সম্পর্কিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
এসএসসি’র ফল প্রকাশের দিন ঘোষণা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি