X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
এ সপ্তাহের ছবি

১১ প্রেক্ষাগৃহে মেঘলার ‘পায়ের ছাপ’

বিনোদন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ০০:০৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১২:৪৬

লম্বা অপেক্ষার পর নায়িকা হিসেবে নিজ ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হচ্ছেন মেঘলা মুক্তা। মাঝে তাকে পাওয়া গেছে তেলুগু ছবির প্রধান চরিত্রেও।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেঘলার ‘পায়ের ছাপ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সাইফুল ইসলাম মাননুর পরিচালনায় এ ছবির মাধ্যমে সিনেমায় নায়িকা চরিত্রে অভিষেক হচ্ছে মেঘলার।  ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

ছবিটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক ফরিদুর রেজা সাগর, পরিচালক সাইফুল ইসলাম মাননু, অভিনেতা দীপা খন্দকার, মেঘলা মুক্তা, প্রাণ রায়, করভী মিজান প্রমুখ।

‘পায়ের ছাপ’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তেলুগু ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কোনও একটা জায়গায় অতৃপ্তি কাজ করছিলো। সবসময় চাইতাম নিজের ভাষায় নিজের দেশে ভালো কাজ জরুরী। এটা তেমনই একটি ছবি। আমার সেই তৃপ্তি এনে দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। এই ছবি করতে গিয়ে জীবনের নতুন বোধ পেয়েছি। দর্শক ছবিটি দেখলে নতুন করে বাঁচার মায়া পাবেন।’ সংবাদ সম্মেলনে শিল্পী-প্রযোজক-পরিচালক

এদিকে প্রযোজক ফরিদুর রেজা সাগর দেন নতুন তথ্য। জানান, ইমপ্রেস টেলফিল্মের ছবি দিয়ে অভিষেক হয়েছে অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমসহ অনেক লাক্সতারকাদের। এবার ‘পায়ের ছাপ’ দিয়ে বাংলা চলচ্চিত্রে মেঘলা মুক্তার অভিষেক হতে যাচ্ছে।

পরিচালক সাইফুল ইসলাম মাননু বলেন, ‘এই ছবিটি দেখলে জীবন, পেশা ও ভবিষ্যতের জন্য মায়া বাড়বে। গ্রাম থেকে শহরে এলে অনেকেই ভয় পায়। এর গল্প সেই ভয়কে জয় করার গল্প। সেটাই দেখানো হয়েছে, যা আমাদের সমাজের সবার জন্য বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে নারীর যে অসামান্য ভূমিকা থাকে সেই গল্প তুলে ধরা হয়েছে।’

এতে আরও অভিনয় করছেন দীপান্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া প্রমুখ। ছবিটি প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি (ঢাকা), ব্লক বাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক (ঢাকা), শ্যামলী সিনেমা- (ঢাকা), লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ, সিনেস্কোপ- নারায়ণগঞ্জ, সিলভার স্ক্রিন- চট্টগ্রাম, চন্দ্রিমা- শ্রীপুর (গাজীপুর), ছায়াবাণী- ময়মনসিংহ, মধুবন সিনেপ্লেক্স- বগুড়া, শঙ্খ সিনেমা- খুলনা এবং চিত্রালী সিনেমা- খুলনা।

 

/এমএম/
সম্পর্কিত
তেলেগু নায়িকার অভিষেক হচ্ছে ঢালিউডে!
তেলেগু নায়িকার অভিষেক হচ্ছে ঢালিউডে!
দেশীয় সিনেমায় প্রধান চরিত্রে প্রথম
দেশীয় সিনেমায় প্রধান চরিত্রে প্রথম
বিনোদন বিভাগের সর্বশেষ
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
কান উৎসব ২০২৪‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র