X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে ‘গজল কিং’ পঙ্কজ উদাস

বিনোদন ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৬

গজল গানের অন্যতম নক্ষত্র পঙ্কজ উদাস। যে নক্ষত্রটি ঝরে পড়লো সোমবার (২৬ ফেব্রুয়ারি)। দীর্ঘ রোগভোগের পর চলে গেলেন গজল সংগীতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। বয়স হয়েছিল ৭২ বছর। 

পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পঙ্কজ উদাসের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়। বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬ ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’ 

চার দশকের সংগীত ক্যারিয়ারে হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার করো’, নিকলো না বেনাকাব’—পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। 

‘নাশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসাফার’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয় ‘গজল সম্রাট’। আর সংগীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উদাস। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র