X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

হলিউডকে পাশ কাটিয়ে সিনেপ্লেক্সে ফের ‘পরাণ’

বিনোদন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৫:৪১আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৭:৪৬

বহুল আলচিত ছবি ‘ডিউন: পার্ট টু’ মুক্তি পেয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে ছবিটি ব্যবসাও করছে চুটিয়ে। সিক্যুয়েল হওয়ার সুবাদে দর্শকের আগ্রহ প্রবল। তাই বাংলাদেশেও একাধিক প্রেক্ষাগৃহ ছবিটি পর্দায় তুলেছে। এর মধ্যে বৃহত্তম প্রতিষ্ঠান হলো স্টার সিনেপ্লেক্স। তাদের সবগুলো শাখায় চলছে ছবিটি।

কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমীকরণ মিলছে না। অগত্যা বাংলা ছবিতেই ভরসা রাখছে স্টার সিনেপ্লেক্স। তাই আগামী ৮ মার্চ থেকে দর্শকনন্দিত ছবি ‘পরাণ’ চলবে তাদের হলগুলোতে। বুধবার (৬ মার্চ) দুপুরে বাংলা ট্রিবিউনকে এমনটাই নিশ্চিত করলেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বললেন, “এই মুহূর্তে কনটেন্টের একটা অভাব তো আছে। তাছাড়া ‘ডিউন: পার্ট টু’ ছবিটি মোটামুটি চলছে; আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল আরকি। তাই সব দিক বিবেচনা করে ‘পরাণ’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছবি ঘিরে দর্শকের তো একটা আগ্রহ ছিল, আছে। সেজন্যই পুনরায় ছবিটি পর্দায় তুলছি।”

‘পরাণ’র দৃশ্য মেসবাহ জানালেন, যদি ‘পরাণ’ থেকে ইতিবাচক সাড়া মেলে, তাহলে এই মাসে আরও কয়েকটি আলোচিত বাংলা ছবি তারা চালাবেন। রমজানের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হল বরাবরই রমজান মাসে চালু থাকে। কেবল ইফতারের সময়ের শো বন্ধ রাখা হয়। তো এবারও যথানিয়মে চলবে।’

শো শিডিউল থেকে জানা গেলো, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও বালি আর্কেড শাখায় চলবে ‘পরাণ’। তিনটি শাখায় প্রতি দিন ১০টি শো প্রদর্শিত হবে।

এদিকে শুক্রবার (৮ মার্চ) বিশ্বের সঙ্গে মিলিয়ে হলটিতে মুক্তি পাচ্ছে অ্যানিমেটেড ছবি ‘কুং ফু পান্ডা ৪’। মাইক মিশেল নির্মিত ছবিটি সিনেপ্লেক্সের সবগুলো শাখা মিলিয়ে প্রতি দিন প্রায় ত্রিশটি প্রদর্শনী হবে। ‘কুং ফু পান্ডা ৪’র দৃশ্য

বলা দরকার, ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। ছবিটির কাহিনি বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের ঘটনা থেকে অনুপ্রাণিত। ২০২২ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোড়ন তৈরি করেছিল ছবিটি। ওই বছরের তো বটে, ঢালিউডের সাম্প্রতিক সময়ের অন্যতম সফল ছবি হিসেবেও বিবেচনা করা হয় এটিকে। নির্মাতার সঙ্গে ‘পরাণ’র তিন তারকা

/কেআই/
সম্পর্কিত
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
অভিযোগের জবাব ও স্টার সিনেপ্লেক্সের ভবিষ্যৎ ভাবনা
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় নতুন নাট্যদল, শুরুটা ‘আফসোস’ দিয়ে!
ঢাকায় নতুন নাট্যদল, শুরুটা ‘আফসোস’ দিয়ে!
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
সত্যিই কি প্রেম ছিল, জানালেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
কান্না জড়ানো কণ্ঠে অঞ্জন: আমি আপ্লুত
কান্না জড়ানো কণ্ঠে অঞ্জন: আমি আপ্লুত
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
কান উৎসব ২০২৪স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি