X
সোমবার, ১৩ মে ২০২৪
৩০ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩:১১

প্রেক্ষাপট প্রায় চারশত বছরের পুরনো প্রাচীন বাংলার। আরও স্পষ্ট করে বললে, ঐতিহ্যবাহী মৈমনসিং গীতিকা। সেটাকে অবলম্বন করে সিনেমা বানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। নাম ‘কাজলরেখা’। ঈদ উপলক্ষে গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি এখনও নামেনি, চলছে মাল্টিপ্লেক্সে।

মুক্তির পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এই ছবি। কেউ কেউ এর ঐতিহাসিক প্রেক্ষাপট, লোকসংস্কৃতি তুলে ধরার প্রশংসা করছেন। আবার কেউ বলছেন নির্মাণটা ঠিকঠাক জমেনি! তবে সেসব ছাপিয়ে এবার ‘কাজলরেখা’ উঠলো সোজা পাঠ্যসূচিতে; তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। 

খবরটা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন নির্মাতা সেলিম। জানালেন, ঢাবির ইতিহাস বিভাগের মাস্টার্স শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তার ছবিটি। কোন প্রক্রিয়ায় বিষয়টি ঘটলো? জবাবে ‘মনপুরা’ খ্যাত নির্মাতা বললেন, ‘রিলিজের সপ্তাহ খানেক পর ইতিহাস বিভাগ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা কয়দিন আগে ছবিটা দেখেছে। এরপর এটিকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।’
প্রসঙ্গটি নিয়ে কথা হলো ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক আকসাদুল আলমের সঙ্গে। তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন। তার ভাষ্য, “মধ্যযুগের বাংলা সংস্কৃতির যেসব উৎস রয়েছে, তার মধ্যে একটি হলো মৈমনসিং গীতিকা। সেটারই একটি অংশ হলো কাজলরেখা। যা এখন সিনেমায় রূপ পেয়েছে। তো ইতিহাসের এই উৎসের একটা উদাহরণ হিসেবে আমরা ‘কাজলরেখা’ ছবিটিকে অন্তর্ভুক্ত করেছি।”

আকসাদুল আলম জানালেন, এর আগে একই প্রক্রিয়ায় এন রাশেদ চৌধুরী নির্মিত ‘চন্দ্রাবতী কথা’ সিনেমা ও ‘বেহুলার ভাসান’ মঞ্চনাটক তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। নতুন করে ‘কাজলরেখা’ আসায় সেগুলোর স্থানে এটিকে স্থলাভিষিক্ত করা হয়েছে। মধ্যযুগের বাংলা শিল্প-সংস্কৃতি ঘিরে আগামীতে অন্য কোনও সিনেমা বা নাটক এলে সেটাকেও বিবেচনায় নেবেন বলে জানান এই অধ্যাপক। 
‘কাজলরেখা’ ছবিটি ঠিক কীভাবে পাঠদানের অংশ হবে, সেটাও পরিষ্কার করলেন আকসাদুল আলম।

দুই প্রধান চরিত্রের মাঝে নির্মাতা বললেন, “মৈমনসিং গীতিকা তো আমরা বরাবরই শিক্ষার্থীদের পড়িয়ে আসছি। যেহেতু ‘কাজলরেখা’ ছবিটি এই গীতিকা অবলম্বনে নির্মিত, তাই এটাকে একটা উদাহরণ হিসেবে যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা ছবিটা দেখবে; চারশত বছর আগের প্রেক্ষাপট ঠিকঠাক ফুটে উঠেছে কিনা, শিল্পীদের পোশাক, সাজসজ্জা ইত্যাদির সমন্বয় হয়েছে কিনা, এসব অ্যাকাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে পর্যালোচনা করবে। এরপর পরীক্ষায় যদি এটা নিয়ে প্রশ্ন আসে, সেই অনুযায়ী উত্তর দেবে, নম্বর পাবে।”

উল্লেখ্য, ‘কাজলরেখা’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম, গাউসুল আলম শাওন প্রমুখ।

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মায়ের সুরে মেয়ের গান (ভিডিও)
মায়ের সুরে মেয়ের গান (ভিডিও)
শিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিশিল্পীদের সঙ্গে বাংলা ট্রিবিউনের সম্পর্ক অনেক গাঢ়: নাসিম
বাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি: ইমরান
বাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিবাংলা ট্রিবিউনের সঙ্গে আছি: চাষী আলম
সজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিসজলের শুভেচ্ছা ও প্রত্যাশা...