X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৩:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২০:১১

প্রথম কথায়, তারা সবাই ঢাকাই শোবিজের পরিচিত, জনপ্রিয় মুখ। নিজ নিজ কাজে প্রত্যেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। তবে আরও একটি মিল রয়েছে তাদের মধ্যে। তা হলো—তারা প্রায় সবাই উঠে এসেছেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে।

কিন্তু এক ফ্রেমে বন্দি হলেন কবে, কীভাবে? সে উত্তর খানিক বাদে খোঁজা যাবে। শুরুতে স্থিরচিত্রে নজর দেওয়া জরুরি। যেখানে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছেন কিংবদন্তি সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, ঈশিতা, বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধন, কুসুম শিকদার, মৌসুমী হামিদ, মুমতাহিনা চৌধুরী টয়া, পিয়া জান্নাতুল প্রমুখ। এছাড়া এ সময়ের সুন্দরী মিম মানতাসা, শাম্মি ইসলাম নীলাও আছেন তাদের সঙ্গে।

নিজ নিজ ব্যস্ততায় সবাই ডুবে থাকেন। ফলে বিশেষ কোনও আয়োজন ছাড়া মুখোমুখি সাক্ষাৎ খুব একটা হয় না। কিন্তু আয়োজনটা যখন তাদের আঁতুড়ঘরের, হাজির তো হবেনই! হ্যাঁ, সোমবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বসেছিল জমকালো সেই আসর। যেটার আয়োজক প্রসাধনী ব্র্যান্ড লাক্স। ১০০ বছর উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সাজিয়েছিল তারা। 

এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই! জমকালো এই সন্ধ্যায় পারফর্ম করেছেন বিদ্যা সিনহা মিম। যার শোবিজ পথচলা শুরু হয় ২০০৭ সালে, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে। তাই নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার ইমোশনাল জার্নি আছে। আমার মনে হয়, হাজারো মেয়ের স্বপ্নপূরণে ভূমিকা রাখে তারা। আমিও এক সিম্পল মেয়ে ছিলাম। সেখান থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শোবিজে এলাম। জীবনের মোড় ঘুরে গিয়েছিল। তাই সবসময় বলি, লাক্স আমাকে নতুন করে জন্ম দিয়েছিল।’

২০০৯ সালে প্ল্যাটফর্মটির মাধ্যমে আত্মপ্রকাশ করেন মেহজাবীন চৌধুরী। যাকে এখন টেলিভিশন পর্দার কুইন বলা হয়। তিনি বলেন, ‘আমি আজ যা কিছু হয়েছি, তার সবটা দিয়েছে এই প্ল্যাটফর্ম। তাদের ১০০ বছরের পূর্তি আয়োজনে আসতে পেরেও আমি উচ্ছ্বসিত। তারা বরাবরই মেধা ও প্রতিভাকে সামনে আনার প্রয়াস জারি রেখেছে। এজন্য তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো।’

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র মাধ্যমে ২০১০ সালে শোবিজে পা রেখেছেন এ প্রজন্মের অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। তিনি বললেন, ‘প্রতিষ্ঠান দুটির সঙ্গে আমার সম্পর্ক অন্যরকম। সবসময় তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে, যার মাধ্যমে টয়া হিসেবে দেশের মানুষের কাছে আমি পরিচিতি পেয়েছি এবং কাজ করে যাচ্ছি।’

এছাড়া বর্ণিল এই আয়োজনে উপস্থিত ছিলেন নন্দিত নায়িকা চম্পা, তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ, গায়িকা নন্দিতাসহ অভিনয় ও সংগীতাঙ্গনের আরও অনেক শিল্পী। এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!  

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
‘আমি একটু অবাক’
‘আমি একটু অবাক’
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
পরীর মনে ‘সুপ্তি’র মায়া
স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
কান উৎসব ২০২৪স্বর্ণপাম পেয়ে কানে ইতিহাস গড়লো জাপানের স্টুডিও জিবলি
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
কান উৎসব ২০২৪লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি