X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৭:২০আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:১৪

ইত্যাদি। বিটিভির এই ম্যাগাজিন অনুষ্ঠান থেকে একাধিক শিল্পী খ্যাতি পেয়েছেন। ফলে এখান থেকে শুরুটা হওয়া শুভ সূচনা বটে। কিন্তু এতটা সাড়া পাবেন, তা হয়তো তিনি কিংবা সংশ্লিষ্ট কেউই ভাবেননি। তার গাওয়া গানটি প্রকাশের পর থেকে ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের শীর্ষে অবস্থান করছে! শুধু তা-ই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে এটি। সচরাচর যা ঘটে না বাংলাদেশের কনটেন্টের ক্ষেত্রে।

কেউ কেউ হয়তো আঁচ করে নিয়েছেন, ‘রঙে রঙে রঙিন হবো’ গানের কথাই বলা হচ্ছে। যেটি গেয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ; সঙ্গে তাহসান খান। কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। তবে অন্তর্জালে শ্রোতাদের প্রতিক্রিয়া পর্যালোচনা করলে সহজেই বোঝা যায়, ফারিণের জন্যই গানটি ঘিরে সবার এত আগ্রহ।

তাসনিয়া ফারিণ হবেও বা না কেন, ফারিণের প্রথম গান বলে কথা। তিনি নিজেও চেয়েছিলেন সময়-সুযোগ বুঝে পছন্দসই গান দিয়ে সুরের ভুবনে নাম লেখাতে। ইত্যাদিকে সেই মোক্ষম জায়গা মনে হয়েছে তার। এ নিয়ে আগেই তিনি বলেছেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। তিনি গানটির প্রস্তাব দেন। এরপর দেখলাম এটি লিখেছেন কবির বকুল ভাই, যিনি আমাকে অনেক দিন ধরেই গান করার ব্যাপারে উৎসাহ দিচ্ছিলেন। তাছাড়া গানটির সুর-সংগীতে ইমরান আর সহশিল্পী হিসেবে তাহসান ভাইয়ের মতো তারকা। সব মিলিয়ে মনে হয়েছে গানে আসার জন্য এটা সুন্দর সুযোগ। এভাবেই গানটি করা। আর রেকর্ডিং সেশন থেকে পুরো কাজটির অভিজ্ঞতাই দারুণ ছিল।’

তাসনিয়া ফারিণ গত ১৬ এপ্রিল ফাগুন অডিও ভিশন ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় গানটি। ইতোমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৮৮ লাখ। গেলো রোজার ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ হওয়া গানগুলোর মধ্যে এটাই সর্বোচ্চ। শুধু ভিউর দিক দিয়েই নয়, শ্রোতা-দর্শকের আলোচনায়ও এগিয়ে রয়েছে গানটি। 

সোমবার (২৯ এপ্রিল) ফারিণ জানান, তার গাওয়া গানটি ইউটিউবের গ্লোবাল মিউজিক ভিডিও ক্যাটাগরিতে ট্রেন্ডিংয়ের ৮১ নম্বরে অবস্থান করছে। বললেন, ‘বৈশ্বিকভাবে ৮১ নম্বরে ট্রেন্ডিংয়ে আছে, এটা বাংলাদেশি গানের ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তাছাড়া দেশের ট্রেন্ডিংয়েও শীর্ষে রয়েছে। ধন্যবাদ সবাইকে।’

তাহসান, হানিফ সংকেত ও ফারিণ ছোটবেলা থেকেই ফারিণের গানের গলা সুন্দর। ফলে গান নিয়ে কিছু করার ভাবনা তার মাথায় বরাবরই ছিল। গেলো বছরের ফেব্রুয়ারিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি গান গেয়ে আপলোড করেন তিনি। যা শুনে তার ভক্তরা তো বটে, শোবিজ তারকারাও মুগ্ধতা প্রকাশ করেন। এরপরই উপলব্ধি করেন, গান করার এখনই উপযুক্ত সময়। যা বাস্তব রূপ পেলো এক বছর পর, ‘ইত্যাদি’র মাধ্যমে।

 

/কেআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
তাহসানের সঞ্চালনায় বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’!
তাহসানের সঞ্চালনায় বাংলাদেশে ‘ফ্যামিলি ফিউড’!
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
‘তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক’
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
ফের ভাঙছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক!
ফের ভাঙছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক!
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
কান উৎসব ২০২৪‘গডফাদার’ স্রষ্টাকে শুরুতে ৪, শেষে ৭ মিনিটের করতালি
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে
আসিফ-অনুরাধার সেই গানটি এলো অন্তর্জালে