X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শুভ জন্মদিন

৫১বর্ষী ফারুকী: যা বললেন, যা শুনছেন...

বিনোদন রিপোর্ট
০২ মে ২০২৪, ১৪:১৯আপডেট : ০২ মে ২০২৪, ১৮:৩৭

নতুন নতুন গল্প ভাবা, অতঃপর তা ঠিকঠাক আয়োজনে পর্দায় হাজির করা; সংক্ষেপে নির্মাতার কাজ এটাই। কিন্তু মানুষটা যখন মোস্তফা সরয়ার ফারুকী, তখন আরও একটা বিষয় মোটাদাগে জুড়ে যায় নামের সঙ্গে; তা হলো—নেতৃত্ব। কথিত নেতা না হয়েও তিনি ঢাকাই শোবিজে একদল তরুণ নির্মাতাকে পথ দেখিয়েছেন, যাদের প্রায় সবাই নিজ নিজ জায়গা থেকে মুগ্ধতার দ্যুতি ছড়াচ্ছেন।

দেশের সিনেমায় অনস্বীকার্য জায়গা করে নেওয়া এই নির্মাতার জন্মদিন আজ। ১৯৭৩ সালের ২ মে জন্মগ্রহণ করেন ফারুকী। জীবনের একান্ন বর্ষে এসে কৃতজ্ঞতায় যেন আরও নুয়ে পড়েছেন ‘৫১বর্তী’ নির্মাতা। অনুভূতিতে অন্তত এমনটাই প্রকাশ করলেন।

ফারুকীর ভাষ্য, ‘কিছু গল্প আমাদের আরাম দেয়, কিছু দেয় আনন্দ, কিছু গল্প আমাদের বিষাদগ্রস্ত করে, কিছু কিছু গল্প ফেলে দেয় অস্বস্তির মধ্যে, কিছু গল্প উৎসাহ জোগায়, আবার কিছু গল্প হাসায়। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, আমাকে সেসব গল্পের কিছুটা বলার সুযোগ দিয়েছেন। আমরা সবাই আসলে একটি বিশাল গল্পের অংশ। পথচলার নতুন আরেকটি বছরে পা রেখে, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, জীবন নামের এই জার্নিতে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’ 

বিশেষ দিনটিতে দর্শক-ভক্তদের ভালোবাসা তো পাচ্ছেনই। বরাবরের মতো তার সতীর্থরাও তাকে শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত করছেন। তার হাত ধরে নির্মাণে থিতু হওয়া রেদওয়ান রনি বললেন, ‘তিনি শুধু আমার মেন্টর, শিক্ষক আর অভিভাবকই নন, তিনি আমার জীবনের অসামান্য একজন। শুভ জন্মদিন বস।’

মোস্তফা সরয়ার ফারুকী ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’ থেকে উঠে এসেছেন হালের আলোচিত নির্মাতা হিমেল আশরাফ। যিনি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ বানিয়ে ঢালিউডে নামডাক পেয়েছেন। ফারুকীর জন্মদিনে টুকরো এক স্মৃতি টেনে হিমেল বলেছেন, ‘শুভ জন্মদিন বস। ২০০৬ সালের এই দিনে আমি প্রথম শুটিং দেখেছিলাম, আপনার সেটে। সেই শুরু... চলছে, হয়তো চলবে। দোয়া করবেন আপনার মতো ভালো মানুষ যেন হতে পারি।’

নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের ঘটনাও একই। তিনি শুভেচ্ছা জানালেন এভাবে, ‘এমন কিছু মানুষ আছে, যাদের ঋণ কোনও দিনই  শোধ করা যাবে না! যায় না। তাদের কাছে কেবল ঋণী হয়েই থাকতে হয়। আমি আপনার কাছে আজন্ম ঋণী। শুভ জন্মদিন বস।’

উল্লেখ্য, ফারুকীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তার নির্মিত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তিনি একে একে উপহার দিয়েছেন ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’, ‘শনিবার বিকেল’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ছবিগুলো।

সিনেমার পাশাপাশি তার নির্মিত বহু নাটক-ধারাবাহিক দর্শকপ্রিয় হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘৫১বর্তী’, ‘৪২০’, ‘তাল পাতার সেপাই’, ‘ক্যারাম’, ‘৬৯’, ‘ঊনমানুষ’, ‘দ্বন্দ্ব সমাস’ ইত্যাদি। তার পরিচালিত একমাত্র ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ফারুকী। ২০১০ সাল থেকে তারা সংসার করছেন। তাদের একমাত্র কন্যা ইলহাম। ইলহামকে নিয়ে তিশা-ফারুকী দম্পতি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
যুক্তরাজ্যের টিভি চ্যানেলে ফারুকী-তিশার ‘অটোবায়োগ্রাফি’
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
ওটিটি: দুই উৎসব, দুই সিনেমা, দুই সিরিজ
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
‘কিছু’ না করেই সিনেমায় জেফার!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
বিনোদন বিভাগের সর্বশেষ
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক