X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব

জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২৪, ০০:১২আপডেট : ১১ মে ২০২৪, ০০:১৫

উৎসবের প্রথম দিন (৯ মে) ছিলো গানের পাশাপাশি বক্তব্যের আনুষ্ঠানিকতায় মোড়ানো। দ্বিতীয় দিনে (১০ মে) এসে সেটি যেন পেলো বর্ণাঢ্য রূপ।

১০ মে উৎসবের দ্বিতীয় দিনের শুরুটা হয় সকাল ৯টায়। বেলা ১২টা পর্যন্ত চলে সংগীত সংগঠনগুলোর ধারাবাহিক পরিবেশনা। বিকালের পরিবেশনা শুরু হয় বিকাল ৫টায়। এই পর্বে সংস্থার শিল্পীরা পর পর পরিবেশন করেন ‘ওই মহামানব আসে’ ও ‘বৈশাখ হে, মৌনী তাপস,  কোন্ অতলের বাণী’। চলে রাত ১০টা পর্যন্ত। এদিন একের পর এক গান পরিবেশন করের সুরের ধারা, রবিরাগ, সঙ্গীত ভবন, বাফা, বৈতালিক, সুরতীর্থ ও বিশ্ববীণার শিল্পীরা। ছিলো শ্রুতিমধুর একক ও দলীয় পরিবেশনা। জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে চলছে তিন দিনব্যাপী (৯-১১ মে) রবীন্দ্রসংগীত নিয়ে দেশের বৃহত্তম আয়োজন ‘জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব’। আয়োজনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।

জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ আয়োজনটির ৩৫তম এই আসরের উদ্বোধনী অধিবেশনে (৯ মে) প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার নির্বাহী সভাপতি আমিনা আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, চিত্রশিল্পী এম এ তাহের, সংস্কৃতিকর্মী মাহমুদ সেলিম প্রমুখ।

বর্ণাঢ্য এই উৎসবের পর্দা নামছে আজ (১১ মে)। এদিন বিকাল ৫টায় শুরু হবে সমাপনী আয়োজন। এতে থাকবে সংস্থার শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা। সমাপনী অধিবেশনের সূচনা হবে পর পর ‘জগৎজুড়ে উদার সুরে/আনন্দগান বাজে’ ও ‘আলোকের এই ঝর্ণাধারায়’ গানের মধ্য দিয়ে। পরে নিয়মিত পর্বে অংশ নেবেন সংস্থার শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা। জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ

পুরো উৎসবটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী (৮ মে) উপলক্ষে আয়োজিত এবারের উৎসবটি বিশেষভাবে সাজানো হয়েছে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা কলিম শরাফীর জন্মশতবর্ষ মাথায় রেখে। আর উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদের স্মৃতির প্রতি। উদ্বোধনী আয়োজনে প্রদীপ প্রজ্বালন

/এমএম/
সম্পর্কিত
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
গানে-কবিতায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন সঙ্গীতালয়ের
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
বিনোদন বিভাগের সর্বশেষ
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
দেশে আসছে নতুন হিন্দি ছবি!
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
মোনালিসার স্মৃতিতে রঙিন প্রেমপত্রের গল্প
লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
কান উৎসব ২০২৪লালগালিচা ও প্রদর্শনীতে আলো ছড়ালেন ডেমি মুর-মার্গারেট কোয়ালি
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মা হলেন ইয়ামি, জানালেন ১০ দিন পর
মাতৃহারা হলেন অভিনেতা জামিল
মাতৃহারা হলেন অভিনেতা জামিল