X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৭ ঘন্টা ২০ মিনিটের শর্ট ট্রেলার!

বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০১৬, ১৩:৪৮আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ১৭:২৪

‘অ্যাম্বিয়ান্স’ এর দুই অভিনেতা। ফিল্মি দুনিয়া ঝড় উঠেছে ‘অ্যাম্বিয়ান্স’ নামের একটি ছবির সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে। যে ট্রেলারের দৈর্ঘ্য সাত ঘন্টা ২০ মিনিট! সুইডিশ পরিচালক অ্যান্ডারস ওয়েবার্গ জানান, এটি ছবিটির ‘শর্ট ট্রেলার’। তার অর্থ, পূর্ণ ট্রেলারের দৈর্ঘ্য হবে আরও দীর্ঘ!

২০১৪ সালে একই ছবির একটি টিজার প্রকাশ পেয়েছিল। যার দৈর্ঘ্য ছিল ৭২ মিনিটের। তখনই সবাই ধারনা করেছিলেন, সামনে আরও বড় কিছু আসছে। তখন সবার প্রশ্ন ছিল, যে ছবির টিজারই এক ঘণ্টার বেশি, তার ট্রেলার না জানি কত বড়?

অবশেষে উত্তর মিলেছে ১৯ এপ্রিল ইউটিউবে প্রকাশিত ৭ ঘন্টা ২০ মিনিটের এই ট্রেলার এর মধ্য দিয়ে। এখন নতুন প্রশ্ন, যে ছাবির ট্রেলারই এত দীর্ঘ তার পুরোটা না জানি কত ঘন্টার? জানা গেল পুরো ছবির দৈর্ঘ্য হিসেবে এর ট্রেলার ছোটই! পরিচালক জানান, ছবিটি হলো টানা ১২ ঘন্টা ব্যপ্তির। ছবিটির শ্যুটিং শেষ হয়েছে মাত্র ৩০ দিনে।

সবচেয়ে বড় দৈর্ঘ্যের এই ছবিটির টিজার ও ট্রেলার মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনা, ছবিটিতে আসলে কী থাকছে? এর গল্পটাই বা কেমন? তবে সে বিষয়ে এখনই মুখ খুলছেন না পরিচালক ওয়েবার্গ। অবশ্য ছবির পুরো ট্রেলারে দেখা গেছে, সাদা এবং কালো পোশাক পরা মাত্র দু’জন অভিনেতাকে। যাদের মধ্যে কোনও সংলাপ নেই। পুরো ট্রেলারই সাদাকালো এবং আনকাট।

পরিচালক ওয়েবার্গ বলছেন, দীর্ঘ ছবির রেকর্ডের আশায় নয়, তিনি এই সিনেমা বানিয়েছেন চিত্রনাট্যের দাবি মেনেই।

‘অ্যাম্বিয়ান্স’ মুক্তি পাবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। তার আগেই ২০১৮ সালে প্রকাশ পাবে ৭২ ঘন্টার আরেকটি ট্রেলার!

দেখুন ৭ঘন্টা ২০ মিনিটের সেই ট্রেলার:

মাত্র ৬০ সেকেন্ড দেখুন পুরো ট্রেলারটি:

সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা