X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লোকার্নো উৎসবে পাঁচ বাংলাদেশি

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৬, ১২:২৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৭:২৪

পাণ্ডুলিপিতে কামার, জিকো ও প্রযোজক হিসেবে রুবাইয়াত, ইমন ও ইমতিয়াজ অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’ প্রকল্পটির মাধ্যমে ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামিসহ বহু খ্যাতনামা চলচ্চিত্রকারকে পাওয়া গেছে।
ভেনিস, বার্লিন এবং কান ফিল্ম ফেস্টিভালের পরেই শোনা যায় সুইজারল্যান্ডের এ খ্যাতানামা উৎসবের।
এবার এখানে নাম এলো বাংলাদেশের পাঁচজন তরুণ নির্মাতা ও প্রযোজকের। উৎসবের ৩ বছর মেয়াদি 'ওপেন ডোরস' প্রজেক্ট অংশ নিচ্ছেন তারা।
নতুন দুটি ছবির জন্য ওপেন ডোরস-এর ‌'হাব'-এর এবারের তালিকায় স্থান পেয়েছেন দুই নির্মাতা। ‘ডে আফটার টুমরো’ জন্য নির্মাতা কামার আহমাদ সাইমন ও ‘সিনেমা, সিটি অ্যান্ড ক্যাটস’ সিনেমার জন্য নির্বাচিত হয়েছেন ইশতিয়াক জিকো।
দক্ষিণ এশিয়ার আট দেশে থেকে পাঠানো ছবি থেকে তারা নির্বাচিত হয়েছেন। এ বিভাগে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার ও আফগানিস্তান থেকে একজন করে স্থান পেয়েছেন।

অন্যদিকে ওপেন ডোরস-এর ‌'ল্যাব’ প্রকল্পের কর্মশালায় সুযোগ পাচ্ছেন নির্মাতা রুবাইয়াত হোসেন, আবু শাহেদ ইমন ও আদনান ইমতিয়াজ।
তারা যথাক্রমে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ, বাতায়ন প্রডাকশন ও কিনো-আই ফিল্ম-এর জন্য কর্মশালায় সুযোগ পাচ্ছেন।

এদিকে উৎসবের অফিশিয়াল সাইটে দেখা মিলল বাংলাদেশি এ পাঁচ নির্মাতাকে। সেখানে পুরো আয়োজনের বর্ণনার সঙ্গে তাদের কথা তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটটি থেকে ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা এসেছে। উৎসবের অফিশিয়াল সাইটে এভাবেই প্রকাশ করা হয় ছবি
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া