X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউন: ২ বছর

তারা স্বাভাবিক, আমরাই অস্বাভাবিক

আরিফিন শুভ, চিত্রনায়ক
১৩ মে ২০১৬, ০০:০৯আপডেট : ১৩ মে ২০১৬, ১২:১৮

এভাবেই পোস্টার হাতে প্রচারণায় ছিলেন শুভ ও তার ‘অস্তিত্ব’ টিম। এসছেন বাংলা ট্রিবিউন কার্যালয়েও। অনেকেই বলবেন, দুই বছর অল্প সময়। কিন্তু আমার মনে হয়, এটা অল্প নয়। বাংলা ট্রিবিউনের সঙ্গে আমার দুই বছরটা অনেক সময়। এ সময়ে অনলাইনভিত্তিক এই সংবাদমাধ্যমের সঙ্গে আমার যোগাযোগ অনেক।

আর সেটা চলচ্চিত্রের কারণেই।

গত কয়েকদিন ধরে আমরা নতুন একটি চলচ্চিত্র নিয়ে বেশ দৌড়ঝাঁপ করছি। আমরা বলতে ‘অস্তিত্ব’ ছবির পুরো দল। এতে আছেন ছবির পরিচালক অনন্য মামুন, নায়িকা তিশাসহ পুরো ইউনিট।

বাংলাদেশের চলচ্চিত্রে এমনটি হয়েছে কি-না, আমার জানা নেই। আমরা ঢাকা শহরকে লক্ষ্য  করে এগিয়েছি।

এ শহরে যেখানে গেলে দর্শকদের মিলবে, আমরা সেখানেই গিয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বরীন্দ্র সরোবর, কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি জায়গায়। অনেকে মজা করে বলেছেন, আমরা জনসংযোগে বের হয়েছি। আসলে বিষয়টি হলো, আমরা দর্শকসংযোগে বের হয়েছিলাম!

এর ধারবাহিকতায় আমরা বাংলা ট্রিবিউন কার্যালয়েও গিয়েছিলাম। আড্ডার মধ্যে সেখানে আমাকে প্রশ্ন করেছিলেন, আমরা এত আগ্রহ নিয়ে কাজটিতে লেগে আছি কেন? এর রহস্য কোথায়?

আমি হয়তো স্পষ্ট করে বোঝাতে পারিনি ছবিটি নিয়ে কেন এত ভালোলাগা? কেন পরিশ্রম? কেন দিনকে রাত করে ফেলা! শুধু বলেছিলাম, এমন একটি ছবিতে আমি কাজ করেছি, যেটা একজন অভিনেতা সবসময় করতে চায়।

ছবিটি ‘বিশেষ শিশুদের’ নিয়ে তৈরি। যাকে আমরা বলি ‘অটিস্টিক’।

আরিফিন শুভ। ছবি: সাজ্জাদ হোসেন। এ ছবিতে কাজ করতে গিয়ে আমি টের পেয়েছি, আমরাই আসলে অস্বাভাবিক। তারাই স্বাভাবিক। কারণ তারা সরল, সহজ। তাদের মধ্যে পাপ নেই, কুৎসা নেই।

বরং আমাদের মধ্যেই এ খারাপ বিষয়গুলো থাকে। অথচ তাদেরকেই সমাজে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ‘অস্বাভাবিক’ হিসেবে।

এ ছবিতে আমি কাজ করতে পেরেছি বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। তাই তো মনের টানেই দিন-রাত এই শহর চষে বেড়াচ্ছি, সবাইকে অনুরোধ করছি ছবিটি দেখার জন্য। 

আর বাংলা ট্রিবিউন এ রকম ছবিসহ ভালো সব চলচ্চিত্রের সঙ্গে ছিল, ভবিষ্যতেও তাই থাকবে, এ দাবি আমার।

/এমএম/

সম্পর্কিত
জন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
বাংলা ট্রিবিউন: ২ বছরজন্মোৎসবে আগত তারকাদের আরও ছবি
তারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
বাংলা ট্রিবিউন: ২ বছরতারকাদের সেলফি উচ্ছ্বাস (অ্যালবাম)
কুশীলবরা ঘুরে দাঁড়াও
বাংলা ট্রিবিউন: ২ বছরকুশীলবরা ঘুরে দাঁড়াও
মায়ের কাছে ছেলের প্রশ্ন
বাংলা ট্রিবিউন: ২ বছরমায়ের কাছে ছেলের প্রশ্ন
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল